৬ হাজার টাকা থেকে ২০ লাখ প্রাপ্তি! সুরক্ষিত এই সরকারি প্রকল্পে বিনিয়োগ করুন নিশ্চিন্তে

বাংলাহান্ট ডেস্ক : সকলেই চান নিজের ও পরিবারের জন্য সুস্থ সুরক্ষিত ভবিষ্যৎ। তাই রোজগারের একটা অংশ আমরা বিনিয়োগ করে থাকি কোনও প্রকল্পে যেখান থেকে একটা সময় পর মিলতে পারে নিশ্চিত রিটার্ন। অনেকের আছেন যারা সুরক্ষিত বিনিয়োগ মাধ্যম হিসেবে বেছে নেন কোনও সরকারি স্কিমকে (Government Scheme)।

সরকারি স্কিমে (Government Scheme) বিনিয়োগ (Investment) 

আজ আমরা কেন্দ্রের এমন একটি সরকারি স্কিম (Government Scheme) সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যেখানে বিনিয়োগ করলে শুধু মোটা রিটার্নই আসবে না, তার সাথে থাকবে সুরক্ষাও। অনেকেই পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF-এর নাম শুনে থাকবেন। সরকারি এই প্রকল্পে টাকা বিনিয়োগ করে একটা সময় পর পাওয়া যায় নিশ্চিত রিটার্ন।

ppf account features

যারা দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিনিয়োগের (Investment) কথা ভাবছেন তাদের জন্য সেরা বিকল্প হতে পারে PPF। বর্তমানে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে পাওয়া যাচ্ছে 7.1% হারে সুদ। আপনি যদি প্রতি মাসে সামান্য কিছু করে টাকা জমিয়ে 20 লাখ টাকার রিটার্ন পেতে চান তাহলে আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ে ফেলুন।

আরোও পড়ুন : ‘আর যেন গালওয়ান না হয়’, সেনা প্রত্যাহারের পর প্রথম বৈঠক, চিনকে কড়া বার্তা রাজনাথের

সামান্য করে টাকা জমিয়ে কীভাবে ম্যাচুরিটির শেষে 20 লাখ টাকা হাতে পাবেন সেই হিসাবই আজ দেখানো হল এই প্রতিবেদনে। প্রতিমাসে পিপিএফে 6000 টাকা করে জমালে এক বছরে আপনার বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে 72 হাজার টাকা। 15 বছর ধরে এই স্কিমে টাকা বিনিয়োগ করলে আপনি সুদ ও আসল মিলিয়ে পেয়ে যাবেন মোট 19,52,740  টাকা। এই 15 বছরে আপনার বিনিয়োগকৃত অর্থ হবে 10,80,000 টাকা।

Government Scheme

সুদ হিসাবে পাবেন 8,72,740 টাকা। সুদ ও আসল মিলিয়ে আপনি পাবেন মোট 19,52,740 টাকা। ব্যাংক ও পোস্ট অফিসে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন খুব সহজেই। স্থানীয় ব্রাঞ্চে গিয়ে অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি PPF অ্যাকাউন্ট চালু করতে পারেন। নিয়ম অনুযায়ী PPF অ্যাকাউন্ট সচল রাখার জন্য একটি আর্থিক বছরে নূন্যতম 500 টাকা জমা করতেই হবে বিনিয়োগকারীকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর