আচমকাই মাইক বন্ধ সজলের! পুরসভার অধিবেশন থেকে ওয়াক আউট BJP কাউন্সিলরদের

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা পুরসভার অধিবেশন থেকে ওয়াক আউট বিজেপি কাউন্সিলরদের। সজল ঘোষের (Sajal Ghosh) মাইক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেন গেরুয়া শিবিরের কাউন্সিলররা। এবার বাংলা হান্টের মুখোমুখি হয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি নেতা। এভাবে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে বলে তোপ দাগেন তিনি।

  • বাংলা হান্টের মুখোমুখি হয়ে বিস্ফোরক সজল ঘোষ (Sajal Ghosh)

পুরসভার (Kolkata Municipal Corporation) অধিবেশন থেকে বেরিয়ে আসার পর বিজেপি কাউন্সিলর বলেন, তৃণমূল কাউন্সিলরদের ওপর যে হামলা হয়েছে আমরা আজ সেকথা বলতে গিয়েছিলাম। সেখানে মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। যাদের হয়ে চিৎকার করছিলেন, ওয়াক আউট করার সময় তাঁরাই হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করছিলেন বলে দাবি করেন তিনি।

সজল (Sajal Ghosh) অভিযোগ করেন, ‘জমি দখল যাতে আর সামনে না আসে, কাউন্সিলরদের কোটি কোটি টাকার বেআইনি রোজগার সামনে না আসে… সেই কারণে আমাদের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে’। বিরোধী নয়, বরং বিজেপি বলে আজ এই ঘটনা ঘটল বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ সুন্দরবন বা কোচবিহারে পাঠানোর হুমকি! ‘ব্যাগ গুছিয়ে রাখুন’! কাকে নিশানা কুণাল ঘোষের?

কলকাতা পুরসভার এই কাউন্সিলর বলেন, ‘আরও ৩ জন বিরোধী ওখানে বসে রয়েছেন। তাঁরা কেউ এই বিষয়ে কথাও বলেননি, আমাদের বক্তব্যকে সমর্থনও করেননি। তাঁরা সব তৃণমূলের সঙ্গে সেটিং বিরোধী’।

Sajal Ghosh

সজল দাবি করেন, মেয়র ফিরহাদ হাকিম চাইছিলেন তিনি নিজের কথা বলুন। তিনি মেয়রের কথাই বলছিলেন বলে দাবি করেন বিজেপি (BJP) কাউন্সিকর। কিন্তু তার মাঝেই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। এরপর প্রতিবাদ স্বরূপ অধিবেশন থেকে ওয়াক আউট করেন পদ্ম কাউন্সিলররা।

এদিন ‘গুলশন কলোনি’ নিয়েও জিজ্ঞেস করা হয় সজলকে (Sajal Ghosh)। জবাব আসে, ‘ওখানে বহুত গুল খিলিয়েছে। ২ লক্ষ বাসিন্দা, ২০০০ হাজার ভোটার! কেমন করে সম্ভব? এদের হাতে থাকলে, আগামীদিনে এই ১ লক্ষ ৯৮ হাজার মানুষ ভারতের নতুন ভোটার হয়ে যাবেন। এরা হয় রোহিঙ্গা, আর নাহলে অনুপ্রবেশকারী বাংলাদেশি। মুর্শিদাবাদে ১০০ বছর থাকা কিংবা বর্ধমানে চার পুরুষের বাস করা কেউ নয়’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর