বাংলা হান্ট ডেস্কঃ গত আগস্ট মাস থেকেই শিরোনামে রয়েছে আরজি কর হাসপাতাল (RG Kar Hospital)। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর হাসপাতালের চার দেওয়ালের ভেতর হওয়া একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, চিকিৎসক নেতা আশিস পাণ্ডে (Ashish Pandey) সহ আরও অনেকে। এবার যেমন ইডির তদন্তে উঠে এল আরেক চাঞ্চল্যকর তথ্য।
আরজি করের (RG Kar Hospital) অন্দরে হওয়া নয়া দুর্নীতি ফাঁস!
রিপোর্ট বলছে, আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় ধৃত চিকিৎসক নেতা আশিসের অ্যাকাউন্টে যে বিপুল পরিমাণ টাকা রয়েছে, সেটার উৎস কী? এটার খোঁজ করতে গিয়েই ইডির (Enforcement Directorate) নজরে নয়া তথ্য উঠে এসেছে বলে খবর। আরজি কর সূত্রে জানা যাচ্ছে, অস্বাভাবিক মৃত্যু, পথ দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের জীবন বিমা মঞ্জুরির ক্ষেত্রে আবেদনপত্রে সইয়ের জন্য প্রিমিয়ামের ১০% টাকা কমিশন নেওয়ার কথা প্রকাশ্যে এসেছে।
অভিযোগ, আরজি করের (RG Kar Hospital) অন্দরে যে ‘বিমা চক্র’ চলতো সেটার মুখ ছিলেন আশিস। তবে তার মাথায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের হাত ছিল বলে খবর। আরজি করের ডাক্তারদের একাংশের কথায়, এই কারণে শিশুরোগ বিভাগের হাউস স্টাফ হওয়া সত্ত্বেও তাঁকে ট্রমা কেয়ারে দেখা যেত।
আরও পড়ুনঃ ‘অভিনয়-মডেলিং করছি মানে…’! বিজ্ঞাপন নিয়ে জোর বিতর্ক! অবশেষে মুখ খুললেন কিঞ্জল
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, অস্বাভাবিক মৃত্যু হলে কিংবা পথ দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের ক্ষেত্রে যদি জীবন বিমা থাকে তাহলে হাসপাতালে কর্তৃপক্ষের স্বাক্ষর লাগে। এদিকে পথ দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়। সেই কারণেই শিশুরোগ বিভাগের হাউসস্টাফ হলেও আশিসকে ট্রমা কেয়ারে বেশি দেখা যেত বলে অভিযোগ।
এখানেই শেষ নয়! আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) বিমা মঞ্জুরির সরকারি তথ্যও অবাক করে দেয়! চলতি বছরের ১৬ নভেম্বর অবধি আরজি করে ২০৬৩ জনের ময়নাতদন্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এর মধ্যে ফরেন্সিক মেডিসিন বিভাগ সরকারি নিয়ম মেনে ১০০ টাকার পরিবর্তে মাত্র ৬ জনের বিমা মঞ্জুর করেছে। এই পরিসংখ্যান প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই তা নিয়ে শুরু হয়েছে চর্চা।