বাংলাহান্ট ডেস্ক : কিছু কিছু এমন সিরিয়াল আসে যেগুলি পাকাপাকিভাবে দর্শকদের মনে জায়গা করে নেয়। অভিনেতা অভিনেত্রীদের কিছু চরিত্র চিরকাল আইকনিক হয়ে থেকে যায় (Ranita Das)। বাংলা টেলিভিশন জগতে এমনি একটি চরিত্রের নাম ‘বাহামণি’। পলাশবণি গ্রামের মেয়ে বাহার স্থানীয় ভাষায় কথা বলার ধরণ, তাঁর পোশাক আশাক সব কিছুই দর্শক মহলে ঝড় তুলেছিল। বাহা চরিত্রের অভিনেত্রী রণিতা দাস (Ranita Das)রাতারাতি হয়ে গিয়েছিলেন জনপ্রিয়।
জনপ্রিয়তার চূড়ায় উঠেছিলেন রণিতা (Ranita Das)
সে সময় ‘ইষ্টি কুটুম’ সিরিয়ালের নাম সবার মুখে মুখে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে ছিলেন ঋষি কৌশিক এবং রণিতা (Ranita Das)। ‘ধন্যি মেয়ে’ সিরিয়ালে অভিনয়ের সঙ্গে সঙ্গেই এই মেগায় যোগ দেন অভিনেত্রী। কিছুদিনের মধ্যেই জনপ্রিয়তা তুঙ্গে ওঠে ইষ্টি কুটুমের। চরম ক্রেজ বেড়েছিল সিরিয়াল তথা অভিনেতা অভিনেত্রীর।
মাঝপথে সিরিয়াল ছাড়েন অভিনেত্রী: সে বছর দুর্গাপুজো কাঁপিয়েছিল বাহা শাড়ি। পাশাপাশি বাহামণি স্টাইলে কথা বলারও চেষ্টা করতেন অনেকে। রণিতা (Ranita Das) তখন বাংলার দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন। কিন্তু হঠাৎ করে রণিতার সিরিয়াল ছেড়ে দেওয়া শোরগোল ফেলে দিয়েছিল দর্শক মহলে। কেন ছেড়েছিলেন তিনি এত হিট মেগা? এখনই বা কী করেন রণিতা (Ranita Das)?
আরো পড়ুন : শুভশ্রীকে ছেড়ে রুক্মিনীর সঙ্গে প্রেম! কী এমন দেখেছিলেন? রচনার প্রশ্নে যা জবাব দেন দেব…
কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন: অভিনেত্রী যখন সিরিয়াল ছেড়ে দেন তখন প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছিল, তিনি নাকি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। কী হয়েছিল তাঁর? পরে এক সাক্ষাৎকারে রণিতা (Ranita Das) নিজে মুখে জানিয়েছিলেন, মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা ছিল তাঁর। পাশাপাশি ওজনও বেড়ে গিয়েছিল অনেকটা। তাই মাঝপথেই বাধ্য হয়ে সিরিয়াল ছাড়েন রণিতা।
আরো পড়ুন : বাবার কোলে বসে আদুরে মেয়ে, টলিউডের এই স্টারকিড এখন গ্ল্যামারাস নায়িকা! চিনতে পারলেন?
ছোটপর্দায় আর অভিনয় না করলেও নিজস্ব প্রযোজনা সংস্থা খুলেছিলেন রণিতা। সেখানকার কিছু প্রোজেক্টে তিনি অভিনয়ও করেছিলেন। তবে বহুদিন হয়ে গেল ক্যামেরার সামনে আসেন না রণিতা। তবে সোশ্যাল মিডিয়ায় অবশ্য বেশ সক্রিয় থাকেন তিনি।