বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েক দশকে বিনোদন জগতের আমূল পরিবর্তন হয়েছে। যুগের সঙ্গে পাল্লা দিয়ে এসেছে নতুন নতুন প্ল্যাটফর্ম। বদলেছে শোয়ের ধরণ ধারণ। কিন্তু সেই পুরনো দূরদর্শনের (Doordarshan) শো গুলি আজও মিস করেন অনেকেই। তাই এবার দর্শকদের চাহিদা মেটাতে যুগের সঙ্গে তাল মিলিয়ে লঞ্চ হল প্রসার ভারতীর নিজস্ব OTT অ্যাপ ‘ওয়েভস’। দূরদর্শনের বহু পুরনো শো থেকে শুরু করে বিভিন্ন আর্কাইভ এবার থেকে উপলব্ধ হয়ে গেল এই OTT অ্যাপেই।
দূরদর্শনের (Doordarshan) তরফে আনা হল OTT অ্যাপ
আগে যত এত চ্যানেলের বাহুল্য ছিল না, তখন দূরদর্শনেই (Doordarshan) চোখ রাখতেন দর্শক। রামায়ণ, মহাভারত থেকে শক্তিমানও সম্প্রচারিত হত দূরদর্শনের (Doordarshan) পর্দায়। এমনকি শাহরুখ খানের টেলিভিশন কেরিয়ারের প্রথম সিরিয়াল ফৌজিও দেখা যেত দূরদর্শনেই। এবার সেই সমস্ত শোয়ের সম্ভার উপলব্ধ হতে চলেছে OTT তে।
ফ্যামিলি শো উপলব্ধ হবে এই OTT তে: পানাজিতে আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে বক্তব্য রাখতে গিয়ে প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত সেহগল জানান, দূরদর্শনের (Doordarshan) সমস্ত আর্কাইভও থাকছে এই OTT অ্যাপে। শৈশবের স্মৃতি আবারো রোমন্থন করার সুবর্ণ সুযোগ পাবেন দর্শকরা। বর্তমানে OTT মানেই অশ্লীল কনটেন্টের অভিযোগ। সেক্ষেত্রে প্রসার ভারতীর এই OTT অ্যাপ হবে ব্যতিক্রমী। সম্পূর্ণ পারিবারিক বিনোদনের গ্যারান্টি দিতে চলেছে এই অ্যাপ।
আরো পড়ুন : করেছিলেন ট্রাম্পের সমালোচনা, হবু প্রেসিডেন্টের প্রশাসনে নতুন মুখ কলকাতার জয়? শুরু হল জল্পনা
কী কী থাকছে এই অ্যাপে: জানা যাচ্ছে, এই অ্যাপে পাওয়া যাবে ৪০ টি লাইভ চ্যানেল। এর মধ্যে থাকছে জনপ্রিয় বেশ কিছু চ্যানেল এবং নিউজ চ্যানেলও। দূরদর্শনের (Doordarshan) ক্লাসিক সমস্ত শো যেমন শাহরুখ খানের ফৌজি, ব্যোমকেশ বক্সী, আরোহণ এর মতো দেখা যাবে এই অ্যাপে। তবে রামায়ণ মহাভারত এর মতো শো গুলি এখানে উপলব্ধ হবে কিনা তা জানা যায়নি।
আরো পড়ুন : ব্যালিস্টিক মিসাইল হামলা শুধুই ট্রেলার! তৃতীয় বিশ্বযুদ্ধের পথে রাশিয়া? বিশেষ বৈঠক ন্যাটোর
প্রসঙ্গত, একসময় ঘরে ঘরে কদর ছিল দূরদর্শনের। আশির দশকে এই চ্যানেলই নিয়ে এসেছিল প্রথম সিরিয়াল। একের পর এক শো দেখার জন্য মুখিয়ে থাকতেন দর্শকরা। করোনার লকডাউনের সময়ে আবারো ফিরিয়ে আনা হয় রামায়ণ, মহাভারত এর মতো ক্লাসিক শো গুলি।