বাংলা হান্ট ডেস্ক: নভেম্বরের শেষে এসে পারদ পতন হচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। রবিবার শহর কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। কেবল তিলোত্তমাই নয় পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা নামতে শুরু করেছে। ওদিকে আবার বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ। ফের শীতের পথে কাঁটা হবে না তো নিম্নচাপ? কি বলছে হাওয়া অফিস?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত আগামী ৩-৪ দিনে দক্ষিণবঙ্গ বা কলকাতার তাপমাত্রায় খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। সামগ্রিকভাবে রাজ্য জুড়ে কয়েকদিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। নভেম্বরে হাড় কাঁপানো শীত নয়। জাঁকিয়ে পড়তে এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।
চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। ওদিকে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এদিন নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর তা শক্তি বাড়িয়ে শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। যদিও এর সরাসরি কোনো প্রভাব বাংলায় পড়বে না।
আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে। ২৯ নভেম্বর পর্যন্ত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে মাসের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। আগামী ৩০ নভেম্বর উপকূলবর্তী জেলাগুলিতে সামান্য বৃষ্টি হতে পারে। পাশাপাশি কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও।
আরও পড়ুন: নিয়মিত গিজার চালান? অবশ্যই মেনে চলুন এইসব নিয়ম! নাহলেই ব্লাস্ট হতে পারে যেকোন সময়
উত্তরবঙ্গে (North Bengal Weather) আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে সর্বত্র। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে। দার্জিলিং ও দুই দিনাজপুরে মাঝারি কুয়াশার জন্য সতর্কতা জারি হয়েছে। জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কিছু অংশেও কুয়াশা দেখা যাচ্ছে।