বাংলা হান্ট ডেস্কঃ হাসপাতালে ভর্তি রিজার্ভ ব্যাংকের গভর্নর (RBI Governor) শক্তিকান্ত দাস। মঙ্গলবার সকালেই তাঁকে তড়িঘড়ি চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে তবে রিজার্ভ ব্যাংকের মুখপাত্র আশ্বস্ত করে জানিয়েছেন চিন্তার কিছু নেই, শক্তিকান্তের শারীরিক অবস্থা উদ্বেগ জনক নয়। আগের থেকে অনেকটাই স্থিতিশীল আছেন তিনি।
অসুস্থ RBI গভর্নর (RBI Governor) শক্তিকান্ত দাস
জানা যাচ্ছে, অম্বলের সমস্যার ভুগছিলেন আর বি আই গভর্নর(RBI Governor)। তাই কোন ঝুঁকি না নিয়েই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই মুখপাত্র জানিয়েছেন এ বিষয়ে বিবৃতি জারি করা হবে। কয়েক ঘন্টা পর্যবেক্ষণের পরেই তাঁকে ছেড়ে দেওয়া হবে বলেও জানা গেছে। যদিও হাসপাতালে তরফে এ প্রসঙ্গে কিছুই জানানো হয়নি।
আরও পড়ুন: নৈহাটিতে বিপুল ভোটে জয়ী! আজ বড়মার দর্শনে মুখ্যমন্ত্রী, কখন পুজো দেবেন?
আরবিআই মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শ্রী শক্তিকান্ত দাস অ্যাসিডিটি অনুভব করেছিলেন এবং তাই তাঁকে পর্যবেক্ষণের জন্য চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভরতি করা হয়েছে। তিনি এখন ভালো আছেন এবং আগামী ২-৩ ঘণ্টার মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হবে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।
প্রসঙ্গত রিজ়ার্ভ ব্যাঙ্কের ২৫তম গভর্নর হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন শক্তিকান্ত দাস। ২০১৮ সালের ১১ নভেম্বর থেকে এই পদে নিযুক্ত করা হয়েছে তাঁকে। দ্বিতীয় দফায় তাঁর কার্যকালের মেয়াদ বৃদ্ধির পর, চলতি বছরের ১০ ডিসেম্বর তাঁর কর্মজীবনের মেয়াদ শেষ হতে চলেছে। যদিও রয়টার্সের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আবারও শক্তিকান্তের কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।