বাংলা হান্ট ডেস্ক: IPL (Indian Premier League) ২০২৫-এর দুই দিনের নিলাম ইতিমধ্যেই শেষ হয়েছে। ওই নিলামে IPL-এ অংশগ্রহণকারী ১০ টি দলই জলের মতো টাকা খরচ করেছে। শুধু তাই নয়, তারকা খেলোয়াড়রা পেয়েছেন কোটি কোটি টাকার দর। এমতাবস্থায়, প্রতিটি দল এখন IPL-এর পরবর্তী মরশুমে অংশগ্রহণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
সম্পন্ন হল IPL (Indian Premier League)-এর মেগা নিলাম:
অনুমান করা হচ্ছে যে, আগামী বছরের মার্চে সম্পূর্ণ হবে IPL (Indian Premier League)। এদিকে, নিলামে কোন কোন দল কত টাকা খরচ করেছে এই বিষয়টি তো এখন প্রায় সকলের জানা। কিন্তু, এটা কি জানেন নিলামের পর দলগুলির কাছে কত টাকা বেঁচে গিয়েছে? বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব।
IPL-এর ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় ঋষভ পন্থ: জানিয়ে রাখি যে, এবারের IPL (Indian Premier League)-এর সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন ঋষভ পন্থ। এতদিন পর্যন্ত এই নজির মিচেল স্টার্কের দখলে ছিল। কিন্তু, এবার লখনউ পন্থকে ২৭ কোটি টাকায় সই করে এই রেকর্ড ভেঙে দিয়েছে। ২ দিন ধরে চলা নিলামে মোট ১৮২ জন খেলোয়াড়কে কেনা হয়েছে। যেখানে ৬২ জন বিদেশি খেলোয়াড় রয়েছেন। এবার BCCI দলগুলিকে RTM অর্থাৎ রাইট টু ম্যাচ কার্ড ব্যবহারের সুবিধা প্রদান করেছিল। যেটি ব্যবহার করে মোট ৮ জন খেলোয়াড় তাঁদের পুরনো দলে রয়েছেন। ২ দিনের এই নিলামে খেলোয়ারদের কিনতে সামগ্রিকভাবে ব্যয় করা হয়েছে ৬৩৯.১৫ কোটি টাকা।
নিলামের পরেও RCB-র কাছে সর্বোচ্চ পার্স বাকি রয়েছে: এখন আমরা যদি দলগুলির কাছে থেকে যাওয়া পার্সের কথা বলি সেক্ষেত্রে RCB-র কাছে সবচেয়ে বেশি অর্থ রয়েছে। এই দলটি ৭৫ লক্ষ টাকা সঞ্চয় করেছে। RCB ২৫ জন নয়, পরিবর্তে ২২ জন খেলোয়াড় কিনেছে। এমতাবস্থায়, এই দল চাইলে ৩০ লক্ষ টাকার বেস প্রাইসে আরও দু’জন খেলোয়াড় কিনতে পারত। কিন্তু তা হয়নি।
পাশাপাশি, এরপর পাঞ্জাব কিংস ৩৫ লক্ষ টাকা বাঁচিয়েছে। এই দলটির স্কোয়াডে ২৫ জন খেলোয়াড় রয়েছে। যার অর্থ তাদের আরও খেলোয়াড় কেনার জায়গা ছিল না। এদিকে, রাজস্থান রয়্যালসের কাছে রয়েছে ৩০ লক্ষ টাকা। এই দলটি ২০ জন খেলোয়াড় কিনেছে। তাদের কাছে ৩০ লক্ষ টাকায় অন্য একজন খেলোয়াড় কেনার সুযোগ ছিল।
আরও পড়ুন: জামিনের আবেদন হল নাকচ! বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করল ভারত
মাত্র ৩ টি দল তাদের স্কোয়াডে ২৫ জন খেলোয়াড় রেখেছে: BCCI-এর নিয়ম অনুযায়ী, IPL (Indian Premier League)-এ একটি দল সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় রাখতে পারে। এমতাবস্থায়, আমরা যদি সর্বোচ্চ স্কোয়াডের খেলোয়াড়ের কথা বলি, তাহলে মাত্র ৩ টি দল ২৫ জন খেলোয়াড় রেখেছে। এই তালিকায় রয়েছে চেন্নাই সুপার কিংস (পার্সে বাকি রয়েছে ৫ লক্ষ টাকা), গুজরাট টাইটান্স (পার্সে বাকি রয়েছে ২৫ লক্ষ টাকা), এছাড়া পাঞ্জাব কিংসও ২৫ জন খেলোয়াড় পূর্ণ করেছে।