নিয়োগ দুর্নীতিতে বড় জামিন হাইকোর্টে! এবার কে পেল মুক্তি? তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ জামিনের ধারা অব্যাহত! এবার জামিন পেলেন পুর নিয়োগ দুর্নীতিতে (Municipality Recruitment Scam) ধৃত অয়ন শীল (Ayan Shil)। সোমবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষ অভিযুক্তর জামিন মঞ্জুর করেছেন। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মিলেছে। তবে ইডি (ED) মামলায় জামিন পেলেও সিবিআই মামলায় অভিযুক্ত অয়ন এখনই জেলমুক্ত হবে না।

হাইকোর্ট তরফে এদিন শর্তসাপেক্ষ জামিন দেওয়া হয়েছে অয়ন শীলকে। অভিযুক্তকে পাসপোর্ট জমা রাখতে হবে। পাশাপাশি মোবাইল নম্বর বদল করা যাবে না। তদন্তে সহযোগিতা করতে হবে বলে নির্দেশ হাইকোর্টের। প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল এবং শান্তনুর সূত্র ধরে অয়নের নাম উঠে এসেছিল।

আরও পড়ুন: ‘শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক’! বাংলাদেশ নিয়ে কেন্দ্রের কাছে প্রস্তাব! রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চাইলেন মমতা

২০২৩ সালের মার্চ মাসে এই প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিস এবং হুগলিতে তার বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি ED। সেখান থেকে উদ্ধার হয় প্রচুর ওএমআর শিট এবং ২৮ পাতার একটি নথি। এরপরই গ্রেফতার হন অয়ন।

Municipality recruitment scam Ayan Sil name in CBI chargesheet

আরও পড়ুন: পরিণতি পায়নি সম্পর্ক, তবু এত বছর পরেও অটুট প্রেম! অমিতাভের সঙ্গে এখনো দেখা হয় রেখার!

উল্লেখ্য, ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের ইডি-র গ্রেফতারির বিরুদ্ধে জামিন মামলা চলছে সুপ্রিম কোর্টে। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন কুন্তল ঘোষ, মানিক বন্দ্যোপাধ্যায়রাও।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর