মর্মান্তিক! কালীপুজোর প্রসাদ খাওয়ার পর গায়ে এঁটো জল ফেলার শাস্তি! পিটিয়ে খুন করা হল প্রৌঢ়কে

বাংলা হান্ট ডেস্কঃ পাড়ার কালী পুজোর নিমন্ত্রণ ছিল। কে জানতো সেখানেই ঘটে যাবে এত বড় অঘটন। প্রতিবেশীর নিমন্ত্রণ পেয়েই কালীপুজোর  প্রসাদ  খাওয়ার জন্য গিয়েছিলেন এক প্রৌঢ়। প্রসাদ খেয়েওছিলেন। কিন্তু তার পরেই ঘটে যায় বিপত্তি।

মুর্শিদাবাদে (Murshidabad) পিটিয়ে খুন করা হল প্রৌঢ়কে

প্রসাদ খাওয়ার পর হাত দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় ব্যাপক বচসা। গায়ে এঁটো তার জায়গায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল মুর্শিদাবাদের (Murshidabad) শান্তিপুরের রামনগর এলাকায়। জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম ক্ষুদিরাম ঘোষ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) রামনগর এলাকায়।

মৃত ব্যক্তির ছেলে মনোজ ঘোষ জানিয়েছেন এই ঘটনায় তারা থানায় অভিযোগ জানাবেন। জানা যাচ্ছে, মুর্শিদাবাদে (Murshidabad) ওই ঘটনার সূত্রপাত হয় শনিবার রাতে।  ঐদিন ধীরেন ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে কালীপুজো ছিল। পুজো উপলক্ষে তিনি এলাকাবাসীদের প্রসাদ  খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানেই ছেলের সাথে গিয়েছিলেন ক্ষুদিরাম ঘোষ।

পুজোর পর প্রসাদ বিতরণ করা হলে প্রসাদ খেয়েছিলেন ক্ষুদিরামবাবু। কিন্তু তারপর হাত ধুতে গিয়েই ঘটে যায় বিপত্তি। অভিযোগ প্রসাদ খেয়ে হাত ধোয়ার পর তিনি হাত ঝেড়েছিলেন। আর সেই জল লেগেছিল পাশে দাঁড়িয়ে থাকা সিদ্ধান্ত ঘোষ নামে এক ব্যক্তির গায়ে। তাতেই মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

আরও পড়ুন: ‘মদ-মাংস খাইয়েও ঘর পাইনি!’ মেদিনীপুরে TMC কাউন্সিলরের স্ত্রী পেলেন আবাসের বাড়ি, শোরগোল

প্রসাদ খেয়ে হাত ধোয়া জল ওই ব্যক্তির গায়ে পড়ায় তিনি তেড়ে আসেন ক্ষুদিরাম বাবুর দিকে। তারপরে তাদের মধ্যে শুরু হয়ে যায় উত্তপ্ত বাক্য বিনিময়।এঁটো জল  গায়ে পড়াকে কেন্দ্র করে শুরু হয়ে যায় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। পরিস্থিতি গড়ায় হাতাহাতিতে।  ক্ষুদিরাম বাবুর ছেলের সামনেই তাকে ব্যাপক মারধর করা শুরু করে সিদ্ধার্থ ঘোষ। পরে তার  নেতৃত্বে আরো ১০-১৫ জন এসে ক্ষুদিরামকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে।

Murshidabad

পরে স্থানীয়দের চেষ্টায় কোনভাবে ক্ষুদিরামকে উদ্ধার করা সম্ভাব হয়। কিন্তু রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও বাঁচানো যায়নি।  পরীক্ষা করে  চিকিৎসকরা  তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ক্ষোভ উগরে  দিয়ে মৃত ব্যক্তির ছেলে, জানিয়েছেন তারা পুলিশের দ্বারস্থ হবেন। তবে ক্ষুদিরামের মৃত্যুর পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্তরা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর