বাংলাহান্ট ডেস্ক : শীতের আমেজ পড়তে না পড়তেই বিয়ের সানাই বাজা শুরু টলিপাড়ায়। খুব শীঘ্রই চার হাত এক হতে চলেছে শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এবং রুবেল দাসের। বাংলা টেলিভিশনের জনপ্রিয় জুটি তাঁরা। বেশ অনেকদিন আগেই স্বীকৃতি দিয়েছেন সম্পর্কে। এবার তা আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে। বিয়ের প্রস্তুতি তো শুরু হয়েছিল আগেই। এবার আইবুড়োভাত পর্বও শুরু হয়ে গেল শ্বেতার (Sweta Bhattacharya)।
প্রথম আইবুড়োভাত খেলেন শ্বেতা (Sweta Bhattacharya)
এই মুহূর্তে ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে দেখা যাচ্ছে শ্বেতাকে (Sweta Bhattacharya)। এই ধারাবাহিকের সেটেই প্রথম আইবুড়োভাত খেলেন অভিনেত্রী। সমস্ত ব্যবস্থা করেছিলেন তাঁর এক অনুরাগী। মেকআপ রুমেই করা হয়েছিল আইবুড়োভাতের আয়োজন। কাঁসার থালায় ভাত, পাঁচ রকম ভাজা, মাছের মাথা, চিংড়ি মালাইকারি থেকে মিষ্টি, পায়েস, দই সবকিছুই ছিল মেনুতে।
শাঁখা সিঁদুর পরেই আইবুড়োভাত খেলেন অভিনেত্রী: শুটের ফাঁকে সময় পেয়েই আইবুড়োভাত খেতে বসেন শ্বেতা (Sweta Bhattacharya)। তাই তখনো শ্যামলীর লুকেই ছিলেন তিনি। হাতে শাঁখা পলা, সিঁথিতে সিঁদুর নিয়েই বাস্তব জীবনের বিয়ের আগে আইবুড়োভাত খেতে বসেন অভিনেত্রী। অনুরাগীরাও তাঁর জীবনের এই নতুন ইনিংস নিয়ে উত্তেজিত।
আরো পড়ুন : ভোজপুরি নায়ক পবন সিং এর কোলে বসে দর্শনা! ‘বাঙালি জাতির লজ্জা’, ধিক্কার নেটিজেনদের
কবে হচ্ছে বিয়ে: সূত্রের খবর বলছে, আগামী বছর জানুয়ারিতেই বিয়েটা সারতে চলেছেন রুবেল শ্বেতা (Sweta Bhattacharya)। কিন্তু তারিখ এখনো প্রকাশ্যে আনেননি তাঁরা। বিয়ের পরিকল্পনা নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, সাবেকি বাঙালি কনের সাজেই সাজবেন তিনি। তবে বিয়েটা হবে বৈদিক মতে। কন্যাদান হবে না শ্বেতার (Sweta Bhattacharya) বিয়েতে।
আরো পড়ুন : এমনিতে নমাজ পড়া মুসলিম, ভজন গাওয়ার সময়েই বদলে যেত ধর্ম! রফিকে নিয়ে অজানা কথা শোনালেন সোনু
প্রসঙ্গত, শ্বেতা (Sweta Bhattacharya) এবং রুবেল একসঙ্গে অভিনয় করেছিলেন ‘যমুনা ঢাকি’ সিরিয়ালে। তখন অবশ্য শ্বেতার জীবনে ছিলেন অন্য মানুষ। তাঁর সঙ্গে বিচ্ছেদের পরেই রুবেলের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। শ্বেতা জানান, বিয়ের পরপর কিছুদিন বারাসত আর দমদমে যাওয়া আসা করবেন তিনি। তারপর একটি ফ্ল্যাটে সকলে মিলে একসঙ্গেই থাকবেন তাঁরা।