বাংলা হান্ট ডেস্কঃ মাথাচাড়া দিয়ে উঠেছে মূল্যবৃদ্ধি। ডিম থেকে শাক-সবজি, রান্নার তেল থেকে রান্নার গ্যাস সবেরই দামে আগুন। এরই মাঝে দীর্ঘ দু’বছর পর মিড–ডে মিলের (Mid day Meal) বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও তা না বাড়ারই সমান। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক দুই খাতে মাথাপিছু ৭০ এবং ৭৫ পয়সা করে বাড়ানো হচ্ছে মিড–ডে মিলের বরাদ্দ। আর এই হিসেব সামনে আসতেই চৰ্চা শুরু।
এর আগে শেষ বার ২০২২ সালে মিড-ডে মিলের বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র। তারপর থেকে দু’বছর পেরিয়েছে। দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রির।আর এবার ‘নামমাত্র’ বরাদ্দ বাড়ল। আগে প্রাথমিকে মিড-ডে মিলের জন্য মাথাপিছু বরাদ্দ ছিল ৫.৪৫ টাকা এবং উচ্চ প্রাথমিকে তা ৮.১৭ টাকা। আর এবার তা যথাক্রমে ৭০ এবং ৭৫ পয়সা বাড়ল।
কিছুদিন আগেই মিড ডে মিল স্কিমে বরাদ্দ বৃদ্ধির দাবি তুলে পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা এক প্রথম সারির সংবাদমাধ্যমকে সাক্ষাতকারে বলেন, “তিন বছর হতে চলল মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে না। রোজ পড়ুয়াদের মুখে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার তুলে দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। অবিলম্বে প্রাথমিকে ন্যূনতম ১০ টাকা এবং উচ্চ প্রাথমিকে ১৫ টাকা বরাদ্দ বৃদ্ধি করা হোক।” তবে সেই দাবির সামান্যও পূরণ হল না।
মূল্যবৃদ্ধির বাজারে এই বরাদ্দ দিয়ে কতটা শূন্যস্থান পূরণ হবে তা নিয়ে সন্দেহ থাকছে। এরই মধ্যে এবার স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল চলতি ডিসেম্বর মাসে মিড-ডে মিলের জন্য ১৮ কোটি ৩৩ লক্ষ ২৬ হাজার ৫৭২ টাকা অর্থ বরাদ্দ করা হচ্ছে। কেন্দ্রের সিদ্ধান্তে পর এবার রাজ্য স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল মিড-ডে মিলের বরাদ্দ।
আরও পড়ুন: বিধায়কদের ‘বেড়ি’ পরাতে WhatsApp গ্রুপ খুললেন মমতা! অ্যাডমিনের নামটা চমকে দেবে!
মিড-ডে মিলের বরাদ্দ নিয়ে একদিকে যেমন চলছে কেন্দ্র-রাজ্য তরজা। অন্যদিকে শিক্ষামহলের একাংশের দাবি, যদি এই বর্ধিত অর্থ সঠিক ভাবে ব্যবহার করা যায় তাহলে পড়ুয়াদের খাবারের শ্রীবৃদ্ধি কিছুটা হলেও সম্ভব।