বাংলাহান্ট ডেস্ক : বলিউডের অতি পরিচিত অভিনেত্রী নার্গিস ফকরি (Nargis Fakhri)। ভারতীয় না হয়েও মাত্র কয়েকটি ছবিতে অভিনয় করে যে পরিমাণ খ্যাতি পেয়েছেন তিনি তা অনেকে বছরের পর বছর কাজ করেও পান না। তবে এই প্রতিবেদন তাঁকে নিয়ে নয়, বরং তাঁর বোন আলিয়া ফকরিকে নিয়ে। সম্প্রতি যা কাণ্ড ঘটিয়েছেন তিনি, তাতে সর্বত্র চর্চা চলছে তাঁকে নিয়েই।
সর্বত্র চর্চায় নার্গিসের (Nargis Fakhri) বোন আলিয়া
দিদি নার্গিস (Nargis Fakhri) বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেও তাঁর বোন আলিয়াকে প্রায় কেউই চিনতেন না। কারণ তিনি বরাবর থেকেছেন লাইমলাইটের আড়ালে। সেই আলিয়ার নামই এখন প্রতিটি সংবাদপত্রের শিরোনামে। কারণ জোড়া খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি। নিজের প্রাক্তন প্রেমিক ও তাঁর বান্ধবীকে খুনের অভিযোগ উঠেছে নার্গিসের (Nargis Fakhri) বোনের নামে।
কী অভিযোগ তাঁর বিরুদ্ধে: সূত্রের খবর অনুযায়ী, আট বছরের ছোট প্রেমিক এডওয়ার্ড জ্যাকবসের সঙ্গে বছর খানেক আগে বিচ্ছেদ হয় আলিয়ার। তারপর তাঁকে যোগাযোগ করতে বারণ করেছিলেন এডওয়ার্ড। কিন্তু এই বিচ্ছেদ নাকি মেনে নিতে পারেননি অভিনেত্রীর বোন। সোমবার নিজের বাড়ির গ্যারাজে জীবন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয় এডওয়ার্ডের। এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, এদিন সকালে নাকি আলিয়াকে গ্যারাজের সামনে দাঁড়িয়ে চিৎকার করতে শুনেছিলেন তিনি। নার্গিসের (Nargis Fakhri) বোন নাকি চিৎকার করে বলছিলেন, ‘তোমরা আজকেই মরবে’! তারপরেই আগুন লাগে গ্যারাজে।
আরো পড়ুন : একলাফে গল্প এগোলো ২০ বছর! ‘বাবু’র বাবু হয়ে কে আসছে ‘নিম ফুলের মধু’তে? চমকে দেবে অভিনেতার পরিচয়
গ্রেফতার হয়েছেন আলিয়া: তবে গ্যারাজে এডওয়ার্ড একা ছিলেন না। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী অ্যানাস্টেশিয়া ইটিয়েন। তবে এডওয়ার্ডের মায়ের দাবি, তাঁর ছেলের শুধুই ভালো বান্ধবী ছিলেন অ্যানাস্টেশিয়া। এছাড়া তাঁদের মধ্যে আর কোনো সম্পর্ক ছিল না। জোড়া খুনের অভিযোগে আপাতত নিউ ইয়র্ক সিটির একটি জেলে বন্দি হয়ে রয়েছেন আলিয়া। তবে তাঁর অপরাধ এখনো প্রমাণ হয়নি।
আরো পড়ুন : ফের বাধা বিয়েতে, আপনজনের মৃত্যু শ্বেতার পরিবারে! আটকে প্রস্তুতি
অন্যদিকে মেয়ে আলিয়ার ব্যাপারে মা মেরি নাকি বলেছেন, তাঁর মেয়ে খুবই দয়ালু। এমন নৃশংস কাজ তিনি করতেই পারেন না। তবে এ বিষয়ে নার্গিসের কোনো মন্তব্য এখনো শোনা যায়নি। জানা যাচ্ছে, বিগত ২০ বছর ধরে বোনের সঙ্গে নাকি কোনো যোগাযোগ নেই নার্গিসের।