‘রাজ্য সরকারের…’! মদ খেয়ে গাড়ি চালানো অতীত! কড়া নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ গলা অবধি মদ খেয়ে গাড়ি চালানোর জেরে প্রায়শয়ই নানান দুর্ঘটনা ঘটতে দেখা যায়। রাজ্যের নানান প্রান্ত থেকে মাঝেমধ্যেই এমন ঘটনা সামনে আসে। এবার এই নিয়ে পুলিশ প্রশাসনকে আরও কড়া হওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মদ্যপান করে গাড়ি চালানোর জেরে যদি অন্য কোনও গাড়ির চালক, পথচারী অথবা যাত্রীর মৃত্যু হয় তাহলে কড়া পদক্ষেপ নিতে বলল আদালত।

  • কী কী নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)?

জানা যাচ্ছে, পথ দুর্ঘটনায় নিজের ছেলেকে হারিয়েছেন হাওড়ার এক ব্যক্তি। তবে পুলিশ ঠিক করে তদন্ত করছে না। এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে তাঁর সন্তানকে চাপা দিয়েছিলেন চালক। তবে পুলিশের তরফ থেকে সাধারণ মামলা দায়ের করে তদন্ত করা হচ্ছে। এবার সেই মামলাতেই বড় নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh)।

সোমবার শুনানিতে হাইকোর্ট (Calcutta High Court) জানায়, মদ্যপান করে গাড়ি চালিয়ে যদি ‘বড় দুর্ঘটনা’ ঘটে, তাহলে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করতে হবে। জাস্টিস ঘোষের কথায়, ‘রাজ্য সরকারের প্রত্যেক আইনজীবীর কাছে আমার পরামর্শ, দয়া করে ওই সংক্রান্ত বিষয়ে প্রথমে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করতে বলুন। এই নিয়ে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে বলে দিয়েছে’।

আরও পড়ুনঃ বাংলার রাজ্য সরকারি কর্মীদের DA নিয়ে টানাপড়েন! ‘আসল তথ্য’ সামনে আসতেই শোরগোল

এই বিষয়ে উচ্চ আদালতের পর্যবেক্ষণ, মদ্যপান (Drink and Drive) করে গাড়ি চালিয়ে অনেকে দুর্ঘটনা ঘটান। অনেক সময় তাতে মানুষের প্রাণহানি হয়। তবে বহু ক্ষেত্রে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয় না। ছোট দুর্ঘটনার ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে। তবে বড় দুর্ঘটনার ক্ষেত্রে কেন ছাড় প্রদান করা হচ্ছে, জানতে চায় আদালত। পুলিশকে নতুন ধারা যোগ করার নির্দেশ দেন জাস্টিস ঘোষ।

Calcutta High Court

উল্লেখ্য, গভীর রাতে শহরের রাস্তায় মাঝেমধ্যেই মদ্যপ অবস্থায় গাড়ি ছোটাতে দেখা যায়। ফাঁকা রাস্তায় জোরে গাড়ি চালানো ও দুর্ঘটনার নজিরও রয়েছে ভূরি ভূরি। এবার তাতেই বড় নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)। আকণ্ঠ মদ্যপান করে গাড়ি চালিয়ে যদি ‘বড় দুর্ঘটনা’ ঘটে, তাহলে ‘বড় খেসারত’ দিতে হবে বলে জানাল আদালত।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর