বাংলাহান্ট ডেস্ক : রূপোলি পর্দার তারকাদের নিয়ে আমজনতার একটা স্বাভাবিক আগ্রহ থাকে। সাধারণ মানুষের জীবনের থেকে কতটা আলাদা তাদের রোজনামচা, তা জানতে কে না চান। তবে মাঝে মাঝে কিছু কিছু বিষয়ে প্রকাশ হয়ে পড়ে তারকাদের সাধারণত্ব। বর্তমানে বচ্চন (Aishwarya Rai Bachchan) পরিবারের অন্দরমহলের বিবাদ যেমন বুঝিয়ে দিচ্ছে, সেলিব্রিটি পরিবারেও সাধারণ পরিবারের মতো অশান্তি হতে পারে। এবার ফাঁস হয়ে গেল পরিবারের একেবারে ভেতরকার কেচ্ছা!
কেন ভাঙছে অভিষেক ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) সংসার
অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) বিয়ে নাকি ভাঙতে বসেছে। বলিউডে কান পাতলেই এখন এই খবর শোনা যাচ্ছে। তবে তার নেপথ্যে কারণ কী সেটা এখনো স্পষ্ট নয়। মাঝে খবর ছড়ায়, অভিষেক নাকি অন্য নারীর প্রেমে পড়েছেন। কিন্তু সম্প্রতি অভিষেক ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) কিছু ছবি সেই পরকীয়া তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
বচ্চন পরিবারেও ননদ বৌদি বিবাদ: বচ্চন জুটির মাঝে যদি কোনো তৃতীয় ব্যক্তি না-ই এসে থাকবে, তবে কেন ভাঙতে বসেছে তাঁদের সংসার? বলিপাড়ার অন্দরের গুঞ্জন বলছে, বচ্চন পরিবারের ভেতরকার এক সদস্যই নাকি কলকাঠি নেড়েছেন। সেই সদস্য আর কেউ নন, বরং ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) ননদ শ্বেতা বচ্চন নন্দা। হ্যাঁ, তারকা পরিবারেও ননদ বৌদির রেষারেষি যে থাকে তারই উদাহরণ বচ্চন পরিবার।
আরও পড়ুন : দিলজিতের শোতে মদ-মাদক-লভ জিহাদের অভিযোগ! ‘কারোর বাপের নয় হিন্দুস্তান’, মঞ্চ থেকেই হুঙ্কার দিলজিতের
শ্বেতার জন্যই ভাঙছে ঘর: কানাঘুষো শোনা যায়, ঐশ্বর্যকে (Aishwarya Rai Bachchan) নাকি বিশেষ পছন্দ করেন না ননদ শ্বেতা। বিভিন্ন সময়ে তাঁর হাবভাবেও প্রকাশ পেয়েছে তা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পুরনো ভিডিও। অভিষেক ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) বিয়ের পরপর মেয়ে শ্বেতাকে নিয়ে কফি উইথ করণে এসেছিলেন জয়া বচ্চন। সেখানে করণ জয়াকে প্রশ্ন করেছিলেন, এবার কি পুত্রবধূর সঙ্গে কিছু বিষয় শেয়ার করবেন তিনি? ঐশ্বর্য এসে তাঁর কাঁধ থেকে কিছু দায়িত্ব নেবেন।
আরও পড়ুন : হাইকোর্টের বিচারকের মুসলিম বিরোধী মন্তব্যের জের! প্রধান বিচারপতির কাছে জানানো হল নালিশ
উত্তরে জয়া বলেছিলেন, শুধু কিছু দায়িত্ব নয়। পুত্রবধূ এসে সমস্ত দায়িত্ব নেবে এমনটাই তাঁর আশা। কিন্তু জয়ার এই মন্তব্য যে শ্বেতা বিশেষ পছন্দ করেননি তা তাঁর মুখের ভাবই বলে দিচ্ছিল। এরপরেই মাকে উদ্দেশ্য করে তিনি বলে ওঠেন, ‘মা এসব একদম কোরো না। এটা খুবই ভয়ঙ্কর। ধীরে ধীরে তাদের দায়িত্ব দেওয়া’। যদিও পরিবারের ভেতরকার বিবাদ বা মনোমালিন্য নিয়ে কখনোই কোনো মন্তব্য করতে শোনা যায়নি বচ্চনদের কাউকে।