আজ ফের বৃষ্টি? দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামবে ১০ ডিগ্রিতে! এক নজরে আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: অক্ষরে অক্ষরে মিলছে পূর্বাভাস। ডিসেম্বরে এসে অবশেষে চেনা ছন্দে শীত। উত্তর দক্ষিণ (South Bengal Weather) দুই বঙ্গেই শীতের জোরসে কামড়। এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে বাংলার জেলাগুলিতে। এবার কি আরও পারদ পতন? বৃষ্টি কি হবে? কেমন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া? রইল সম্পূর্ণ পূর্বাভাস।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গে। উত্তুরে হওয়ার দাপটে নামবে তাপমাত্রা। আজ থেকে আগামী পাঁচ- সাত দিন বেশ খানিকটা তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতনের পূর্বাভাস। সপ্তাহান্তে আরও নামবে তাপমাত্রা।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনি ও রবিবার শহর কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে আরও জোরসে কামড় বসাতে পারে শীত। সপ্তাহান্তে ১০ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রা। তারপর থেকে ধীরে ধীরে আরও কমবে তাপমাত্রা। জাঁকিয়ে শীত পড়বে গোটা বঙ্গেই।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। যদিও সেই মেঘ থেকে বৃষ্টি হবে না। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। এদিকে দক্ষিণবঙ্গের সর্বত্র, মূলত পশ্চিমের জেলাগুলিতে বাড়বে কুয়াশার দাপটও।

South Bengal Weather

আরও পড়ুন: বলিউডকে ছাপিয়ে IMDb-র বছর সেরা ‘কল্কি ২৮৯৮ এডি’, সেরা সিরিজ ‘হীরামান্ডি’! সেরা নায়িকা হলেন কে?

উত্তরে (North Bengal Weather) শীতের দাপট রয়েছে সর্বত্রই। চলতি সপ্তাহে বেশ নেমেছে তাপমাত্রা। উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রয়েছে ঘন কুয়াশার সর্তকতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার উত্তর দিনাজপুর এই সব জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে এমনকি কোথাও কোথাও ৫০ মিটারেও নেমে যেতে পারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর