আর নেই চিন্তা! এবার মনের আনন্দে করুন ট্রেনে সফর, দেশের মধ্যবিত্তদের জন্য বিরাট ঘোষণা রেলমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে (Indian Railways) চেপে পৌঁছে যান নিজেদের গন্তব্যে। এমতাবস্থায়, সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ট্রেনের যাত্রী সংখ্যা। যার ফলে ট্রেনে সিট পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে এবার মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষদের কথা মাথায় রেখে বড় পদক্ষেপ গ্রহণ করছে ভারতীয় রেল। সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন লোকসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে একটি বড় ঘোষণা করেছেন। যা রেলের যাত্রীদের কাছে নিঃসন্দেহে একটি বড় খবর হিসেবে বিবেচিত হচ্ছে।

বড় পদক্ষেপ গ্রহণ করছে রেল (Indian Railways):

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে বলেছেন, রেল (Indian Railways) দরিদ্র এবং মধ্যবিত্ত যাত্রীদের দিকে পুরো ফোকাস রেখেছে। প্রায় ১২ হাজার জেনারেল কোচ যোগ করা হচ্ছে। চলতি অর্থবর্ষে ৯০০ টি জেনারেল কোচ অতিরিক্তভাবে যোগ করা হয়েছে। তিনি বলেন, বিশেষ করে দীপাবলি ও ছটপুজোর মতো উৎসবের মরশুমে ৭,৯০০ টি স্পেশাল ট্রেন চালানো হয় এবং ১ কোটি ৮০ লক্ষ যাত্রী কোনও সমস্যা ছাড়াই সেই সময়ে ট্রেনে ভ্রমণ করেন।

Great news for the middle class of the country indian railways.

রেলমন্ত্রী আরও বলেন, “মহাকুম্ভ আসছে। মহাকুম্ভের জন্য ১৩,০০০ ট্রেনের (Indian Railways) ব্যবস্থা করা হয়েছে। দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের জন্য, মাননীয় প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে রেলের কাজ অত্যন্ত মনোযোগ দিয়ে চলছে।” তিনি বলেন, “একটি নতুন ট্রেন তৈরি করা হয়েছে- অমৃত ভারত ট্রেন। যার প্রযুক্তি বন্দে ভারত ট্রেনের মতোই। অমৃত ভারতের দু’টি ট্রেনই প্রায় ১০ মাস ধরে চলছে এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে আরও ৫০ টি ট্রেনের জন্য একটি উৎপাদন পরিকল্পনা নেওয়া হয়েছে।”

আরও পড়ুন: তৃতীয় টেস্টের আগে চিন্তামুক্ত হল টিম ইন্ডিয়া! অবশেষে সামনে এল বড়সড় “Good News”

রেলমন্ত্রীর মতে, রেলের (Indian Railways) নিরাপত্তার ওপর পূর্ণ জোর দেওয়া হয়েছে এবং বড় পরিসরে কাজ করা হয়েছে। তিনি বলেন, ১ লক্ষ ২৩ হাজার কিলোমিটার দীর্ঘ পুরনো ট্র্যাক প্রতিস্থাপন করা হয়েছে এবং নতুন প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। বৈষ্ণব জানান, “আমরা প্রতিটি ঘটনার মূলে যাই এবং লাইনচ্যুত ও ট্রেন দুর্ঘটনার সংখ্যা কমাতে এবং নিরাপত্তা বাড়াতে প্রক্রিয়া ও প্রযুক্তি সহ যেখানেই প্রয়োজন সেখানে পরিবর্তন করি। মোদী সরকার এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।”

আরও পড়ুন: একের পর এক দুর্ধর্ষ পারফরম্যান্স! বুমরাহর কাছ থেকে ICC-র পুরস্কার ছিনিয়ে নিলেন পাকিস্তানের এই বোলার

এছাড়াও তিনি জানান, রেলে (Indian Railways) বর্তমানে ৫৮,৬৪২ টি পদ শূন্য থাকলেও নিয়োগ প্রক্রিয়া চলছে। পাশাপাশি, রেলের বেসরকারিকরণের দাবির প্রসঙ্গে তিনি জানান, “অনেকেই বেসরকারিকরণের আখ্যান তৈরি করার চেষ্টা করেছেন। অনুগ্রহ করে ভুয়ো আলোচনা তৈরি করার চেষ্টা করবেন না। কোথাও বেসরকারিকরণের প্রশ্নই আসে না। হাত জোড় করে অনুরোধ করছি, এই ভুয়ো আলোচনাকে এগোবেন না। প্রতিরক্ষা এবং রেল এমন দু’টি বিষয় যেগুলিকে রাজনীতি থেকে দূরে রেখে এগিয়ে নিয়ে যেতে হবে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর