বাংলা হান্ট ডেস্ক: অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (ICC Champions Trophy)-এর বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ICC। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে, এই টুর্নামেন্টের জন্য হাইব্রিড মডেল বাস্তবায়ন করা হয়েছে। পাকিস্তান বোর্ডও কিছু শর্ত সাপেক্ষে হাইব্রিড মডেলে সম্মত হয়েছে। পাশাপাশি, সম্মতি দিয়েছে ভারতীয় বোর্ডও।
হাইব্রিড মডেলেই সম্পন্ন হবে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy):
এর ফলে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) ভারতের ম্যাচগুলি এবার সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইতে খেলা হবে। সবথেকে বড় কথা হল, পাকিস্তানের দাবি করা ক্ষতিপূরণও প্রত্যাখ্যান করা হয়েছে। অর্থাৎ, পাকিস্তান বোর্ড কোনও ক্ষতিপূরণ পাবে না। তবে কিছু শর্ত রয়েছে, যেগুলি মেনে নেওয়া হয়েছে।
REPORTS
The ICC has approved the hybrid model for the 2025 Champions Trophy.
Dubai is set to host India’s games in the tournament #Cricket #ChampionsTrophy #INDvPAK #ICC pic.twitter.com/rum9265yGe
— Sportskeeda (@Sportskeeda) December 13, 2024
স্পোর্টস টকের খবর অনুযায়ী, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) পাকিস্তান মোট ১০ টি ম্যাচ আয়োজন করবে। ভারতের লিগ পর্বের ৩ টি ম্যাচই দুবাইতে সম্পন্ন হবে। ভারত-পাকিস্তানের ম্যাচটিও দুবাইতে খেলা হবে। ভারতের লিগ ম্যাচ ছাড়াও সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ সম্পন্ন হবে দুবাইতে। তবে ভারতীয় দল সেমিফাইনাল বা ফাইনালের বাইরে থাকলে লাহোর ও রাওয়ালপিন্ডিতে এই ম্যাচগুলির আয়োজন করা হবে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: মুকেশ আম্বানির হাত ধরে সম্পন্ন হল ভারত-রাশিয়ার সবথেকে বড় চুক্তি! প্রতিদিন মিলবে ৫ লক্ষ ব্যারেল তেল
২০২৬ সালের T20 বিশ্বকাপে ভারত সফরে আসবেনা পাকিস্তান: জানিয়ে রাখি যে, ভারতীয় দল পাকিস্তানে না যাওয়ার জন্য পাকিস্তান বোর্ড যে ক্ষতিপূরণ দাবি করেছিল, তা প্রত্যাখ্যান করা হয়। তবে, ২০২৭ সালের পর তাদের ICC মহিলা টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দেওয়া হয়েছে। এদিকে, স্পোর্টস টকের খবর অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ভারতীয় বোর্ড উভয়ই সম্মত হয়েছে যে পাকিস্তান দল ২০২৬ সালে সম্পন্ন হতে চলা পুরুষদের T20 বিশ্বকাপের জন্য ভারত সফর করবে না। সেই টুর্নামেন্ট চলাকালীন, পাকিস্তান দল তাদের ম্যাচগুলি কলম্বোতে খেলবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে অনেকদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। প্রথমে পাকিস্তান হাইব্রিড মডেল মানতে রাজি ছিল না। এদিকে যখন তারা রাজি হয়, তখন ICC-র সামনে একাধিক শর্ত দেয়। এর মধ্যে তাদের কিছু শর্ত মানা হয়েছে এবং কিছু শর্ত মেনে নেওয়া হয়নি।