বাংলা হান্ট ডেস্ক: এবার সুদের হার সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনল SBI (State Bank Of India)। এমতাবস্থায়, আপনিও যদি SBI-এর একজন গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১৫ ডিসেম্বর, ২০২৪ অর্থাৎ রবিবার থেকে ১৫ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত সময়ের জন্য মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট তথা MCLR-এর ঘোষণা করেছে। এই নতুন হার ১৫ ডিসেম্বর, ২০২৪ থেকে কার্যকর হয়েছে। SBI সমস্ত মেয়াদের জন্য MCLR রেট স্থিতিশীল রেখেছে। যা হোম লোন থেকে শুরু করে পার্সোনাল লোন এবং অন্যান্য ঋণের সুদের হারকে প্রভাবিত করে।
সুদের হার সংক্রান্ত নিয়মে পরিবর্তন SBI (State Bank Of India)-র:
জেনে নিন নতুন আপডেট: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, SBI (State Bank Of India) তার ওভারনাইট এবং ১ মাসের MCLR ৮.২০ শতাংশে বজায় রেখেছে। এদিকে, ৩ মাসের জন্য MCLR ৮.৫৫ শতাংশ এবং ৬ মাসের জন্য MCLR হল ৮.৯০ শতাংশ। এক বছরের MCLR, যা সাধারণত অটো লোনের জন্য প্রযোজ্য, তা হল ৯ শতাংশ। এর পাশাপাশি ২ এবং ৩ বছরের MCLR যথাক্রমে ৯.০৫ শতাংশ এবং ৯.১০ শতাংশে স্থির রাখা হয়েছে।
MCLR কি: জানিয়ে রাখি যে, MCLR হল সেই ন্যূনতম হার যার ওপর ভর করে ব্যাঙ্কগুলি ঋণ প্রদান করে। এই হার ঋণের সুদ গণনার ভিত্তির ওপর নির্ধারিত হয়। এর পাশাপাশি SBI (State Bank Of India) তার বেস রেট এবং বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট (BPLR) পরিবর্তন করেছে। এখন SBI-র বেস রেট নির্ধারিত হয়েছে ১০.৪০ শতাংশ এবং BPLR হল বার্ষিক ১৫.১৫ শতাংশ। ১৫ ডিসেম্বর, ২০২৪ থেকে এগুলিও লাগু হয়েছে।
আরও পড়ুন: ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছেন আম্বানি! কিনলেন এই সংস্থার ৭৪ শতাংশ অংশীদারিত্ব, কত হল খরচ?
হোম ও পার্সোনাল লোনে কতটা প্রভাব পড়বে: প্রসঙ্গত উল্লেখ্য যে, SBI (State Bank Of India) হোম লোনের সুদের হার ঋণগ্রহীতার CIBIL স্কোরের ওপর নির্ভর করে। বর্তমানে এই হারগুলি ৮.৫০ শতাংশ থেকে ৯.৬৫ শতাংশের মধ্যে রয়েছে। SBI-এর এক্সটার্নাল বেঞ্চমার্ক লেন্ডিং রেট (EBLR) হল ৯.১৫ শতাংশ। যা RBI-এর রেপো রেট (৬.৫০ শতাংশ) এবং ২.৬৫ শতাংশের স্প্রেডের ভিত্তিতে নির্ধারিত হয়। পার্সোনাল ঋণের জন্য SBI-এর দুই বছরের MCLR হল ৯.০৫ শতাংশ। পার্সোনাল লোনের জন্য ন্যূনতম CIBIL স্কোর ৬৭০ নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে কর্পোরেট বেতন প্যাকেজ অ্যাকাউন্টধারীদের জন্য এটি নির্ধারিত হয়েছে।
আরও পড়ুন: নেই চিকিৎসা করার টাকা! এরই মাঝে মিথ্যে অপবাদের সম্মুখীন বিনোদ কাম্বলি, ঘোর সঙ্কটে সচিনের বন্ধু
কত ছাড় মিলবে: SBI (State Bank Of India) জানিয়েছে যে, একই স্কিমের অধীনে খোলা একটি নতুন লোনের সাথে যদি একটি লোন অ্যাকাউন্ট বন্ধ করা হয় তবে কোনও প্রিপেমেন্ট বা ফোরক্লোজার চার্জ প্রযোজ্য হবে না। প্রতিরক্ষা কর্মীদের জন্য, এই ফি যেকোনও ঋণের মেয়াদে সম্পূর্ণ মকুব করা হবে। সুদের হার স্থিতিশীল রাখতে SBI-এর এই পদক্ষেপ ঋণগ্রহীতাদের স্বস্তি দেবে। এই পদক্ষেপটি বিশেষ করে সেইসব গ্রাহকদের জন্য উপকারী হবে যাঁরা হোম লোন এবং অটো লোন নেওয়ার পরিকল্পনা করছেন। ব্যাঙ্কের স্থিতিশীল সুদের হার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। সামগ্রিকভাবে এই সিদ্ধান্তটি SBI গ্রাহকদের আরও ভালো আর্থিক পরিকল্পনা এবং EMI পরিচালনা করতেও সাহায্য করবে।