অবৈধ নির্মাণ রুখতে কড়াকড়ি! বিজ্ঞপ্তি প্রকাশ করে পুরোনো নিয়মে বড় বদল আনল রাজ্য সরকার

বাংলা হান্ট ডেস্কঃ শহর থেকে শুরু করে গ্রাম, সাম্প্রতিক অতীতে রাজ্যের একাধিক প্রান্ত থেকে বেআইনি নির্মাণের অভিযোগ সামনে এসেছে। যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রিভ্যান্স সেলে অভিযোগ জমা পড়েছে। তিনি এই বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ। এই আবহে এবার অবৈধ নির্মাণে লাগাম টানতে কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। ইতিমধ্যেই একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে।

অবৈধ নির্মাণে লাগাম টানতে কী পদক্ষেপ সরকারের (Government of West Bengal)

রিপোর্ট বলছে, পুরসভা এলাকায় বিল্ডিং প্ল্যান (Building Plan) অনুমোদনের নিয়মে বদল এসেছে সরকার। নতুন নিয়মে পুরসভার অফিসারদের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, কাউন্সিলরদের হাতে আর আগের মতো ক্ষমতা থাকছে না। আইন সংশোধনের পর রাজ্যের তরফ থেকে একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, নির্মাণ কাজের ক্ষেত্রে ‘বোর্ড অফ কাউন্সিলরস’ নয়, এবার থেকে অনুমতি প্রদান করবে পুরসভার অফিসার, কর্তাদের নিয়ে গঠিত বিশেষ কমিটি।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে কলকাতা পুরসভা সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, শহর থেকে শুরু করে গ্রাম, রাজ্যের সর্বত্র বিল্ডিং প্ল্যান অনুমোদনের বিষয়ে স্বচ্ছতার ওপর বাড়তি গুরুত্ব দিতে চাইছে রাজ্য (Government of West Bengal)। এবার থেকে সরকারি অফিসাররাই বিবেচনা করে প্ল্যান অনুমোদন করবেন।

আরও পড়ুনঃ ‘আমরাই সংখ্যাগুরু হব,’ ফিরহাদের মন্তব্যে বেজায় চটলেন মমতা! ফের ব্যাকফুটে ববি

জানা যাচ্ছে, এই নতুন কমিটির চেয়ারম্যান হবেন পুরসভার চেয়ারম্যান। সেই সঙ্গেই ভাইস চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার এবং ফিন্যান্স অফিসাররা থাকবেন। এছাড়া ‘বোর্ড অফ কাউন্সিলরস’ মনোনীত কোনও একজন কাউন্সিলর এই বিশেষ কমিটিতে থাকবেন। এই নতুন কমিটিতে পুরসভার এক্সিকিউটিভ অফিসারের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে বলে খবর।

Government of West Bengal illegal construction

কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal Corporation) এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। কারণ ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে প্রায়ই অবৈধ নির্মাণের অভিযোগ শুনতে হয় মেয়র ফিরহাদ হাকিমকে। এই নিয়ে তিনি একাধিকবার নানান নির্দেশ দিয়েছেন। তবে এবার সরকারের তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে বেআইনি নির্মাণের ওপর লাগাম টানা যাবে বলে মনে করা হচ্ছে।

শুধু তাই নয়! জানা যাচ্ছে, পঞ্চায়েত এলাকায় বিল্ডিং প্ল্যান পাশ করানোর ক্ষেত্রেও এই পথে হাঁটতে হবে। ফলে গ্রাম থেকে শহর, সব জায়গার তথ্য থাকবে নবান্নের (Government of West Bengal) কাছে। পঞ্চায়েত হোক বা পুরসভা এলাকা, বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে কোথাও যাতে কোনও অবৈধ কাজ না হয়, সেটা নিশ্চিত করতেই এবার উদ্যোগী সরকার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর