আগামী ২৪ ঘণ্টার মধ্যেই…! নিয়োগ দুর্নীতি মামলায় পার্থদের নিয়ে বড় নির্দেশ

বাংলা হান্ট ডেস্কঃ বিগত দু’বছর থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে তোলপাড় রাজ্যে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সহ অনেককে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। এবার ২০২৪ সালের শেষে এসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের প্রস্তুতি। নিম্ন আদালত সূত্রে খবর, প্রতি দিনই বিচার প্রক্রিয়া চলতে পারে।

জানা যাচ্ছে, এদিন বিচার ভবনের বিচারক ইডিকে আগামী বুধবারের মধ্যে সাক্ষীদের তালিকা তৈরি করার জন্য মৌখিক নির্দেশ দেন। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়-সহ নিয়োগ দুর্নীতিতে জড়িত সকলের সম্পর্কে যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইডিকে। উল্লেখ্য, নিয়োগকাণ্ডে ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ সহ আরও অনেকে রয়েছে অভিযুক্তর তালিকায়।

প্রসঙ্গত, সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে ইডি মামলায় জামিন পান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৫-এ ইডি মামলা থেকে জামিন পাবেন পার্থ, জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩১ ডিসেম্বরের আগে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত।

পার্থকে জামিন দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে এই মামলার সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট। পার্থকে এ বিষয়ে ট্রায়াল কোর্টের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে। যদি চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান গ্রহণ আগেই করা সম্ভব হয় তাহলে ১ ফেব্রুয়ারির আগেই ইডি মামলায় জামিন পাবেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। সুপ্রিম নির্দেশের পরই নিম্ন আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে।

প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি। তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেল। সেবছর জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেফতার করা হয় অর্পিতাকেও।

Special CBI Court Judge rebukes Partha Chatterjee lawyer in bail plea hearing

আরও পড়ুন: বছর ঘুরলেই শুভদিন, নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে বাগদান-আশীর্বাদ সারলেন শ্বেতা-রুবেল

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনে সিবিআইও। এসএসসিতে নিয়োগের মামলায় সিবিআই-ও পরবর্তী সময়ে গ্রেফতার করে পার্থ-অর্পিতাকে দুজনকেই। এদিকে সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সেই মামলা বর্তমানে বিচারাধীন। প্রায় ২৮ মাস জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর