বাংলাহান্ট ডেস্ক : অনেকেই রয়েছেন যারা বিনিয়োগের মাধ্যম হিসেবে বেছে নেন ভারতীয় পোস্টকে (India Post)। কেন্দ্রীয় সরকারের অধীনে পোস্ট অফিসে (Post Office) বিনিয়োগ করা একদিকে যেমন নিরাপদ, তেমনই লাভদায়ক। পোস্ট অফিসের (Post Office) বিভিন্ন স্কিমে টাকা বিনিয়োগ করলে থাকছে মোটা রিটার্নের সুযোগ। তবে ভারতীয় পোস্ট গ্রাহকদের দিয়ে থাকে একাধিক সুবিধা।
বিনিয়োগ করার আগে একবার চোখ বুলিয়ে নিন পোস্ট অফিসের (Post Office) সেই বৈশিষ্ট্যগুলিতে।
• নিরাপত্তা: কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হওয়ায় পোস্ট অফিসে (Post Office) গচ্ছিত সম্পদের উপর থাকে নিরাপত্তা। তাই পোস্ট অফিসে অর্থ রাখা সম্পূর্ণভাবে নিরাপদ।
• বিনিয়োগ বিকল্প: পোস্ট অফিসে সুকন্যা সমৃদ্ধি যোজনা, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), কিষাণ বিকাশ পত্র, সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম এবং মহিলা সম্মান সঞ্চয় সার্টিফিকেটের মতো একাধিক বিনিয়োগ বিকল্প পেয়ে থাকেন বিনিয়োগকারী।
• দুর্দান্ত নেটওয়ার্ক: দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে পোস্ট অফিসের শাখা। তাই প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারাও পোস্ট অফিসের সুবিধা নিতে পারেন।
• ঋণ প্রদান: বিনিয়োগকৃত অর্থের বিপরীতে ঋণ নেওয়ার সুবিধা থাকে পোস্ট অফিসে।
আরোও পড়ুন : কল্পতরু পূর্ব রেল! এবার হাওড়া থেকে ছুটবে ৪২ জোড়া স্পেশাল, কবে থেকে মিলবে এই বিশেষ ট্রেন?
• কর ছাড়ের সুযোগ: পোস্ট অফিসের PPF বা জাতীয় সঞ্চয় শংসাপত্রের (NSC) মতো স্কঝ্যঝঝঝঝ্য থাকে 80C এর অধীনে কর ছাড়ের সুবিধা।
• জীবন বিমার সুবিধা: পোস্ট অফিস পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স (PLI) এবং রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স (RPLI)-এর মতো একাধিক বিমা প্রকল্পে স্বল্প প্রিমিয়ামের মাধ্যমে বিনিয়োগ করে জীবন সুরক্ষিত করার সুবিধা রয়েছে।
• ডিজিটাল অ্যাক্সেস: সম্প্রতি পোস্ট অফিসের অ্যাকাউন্ট পরিচালনা করা যাচ্ছে অনলাইনে। ঘরে বসে ফোন বা কম্পিউটারের মাধ্যমে ব্যালেন্স চেক করা, তহবিল স্থানান্তর করা এবং বিনিয়োগ ট্র্যাক সম্ভব হচ্ছে এক নিমেষেই।