বাংলা হান্ট ডেস্ক: ভরা ডিসেম্বরেও আবহাওয়ার ঘন ঘন ভোলবদল। কোথাও ঘন কুয়াশা, কখনও বৃষ্টি কখনও আবার জোরসে কামড় বসাচ্ছে শীত। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ ও আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। একাধিক জেলায় কুয়াশার দাপট দেখা গেলেও কোথাও সতর্কতা জারি নেই।
রাজ্যে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আগামী ২ দিনে দক্ষিণবঙ্গে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই আবহে ঠান্ডা আমেজ কিছুটা কমবে রাজ্য জুড়েই। তারপর থেকে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় কোনও পরিবর্তন আসবে না।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ২০ ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল আসতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা বৃষ্টি হতে পারে।
২১ ডিসেম্বর থেকে ফের বদলাবে আবহাওয়া। তারপর থেকে ফের দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। এই সময়ে ঠান্ডার দাপট কিছুটা কমলেও শীতের আমেজ থাকবে। কলকাতায়ও শীতের আমেজে খানিক ভাটা পড়বে। সকাল ও রাতের দিকে কুয়াশার প্রভাব থাকলেও কোনো সতর্কতা জারি নেই কুয়াশার জন্য।
আরও পড়ুন: আজকের রাশিফল ১৮ ডিসেম্বর, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি
এদিকে উত্তরের (North Bengal Weather) কিছুটা তাপমাত্রা বাড়বে। আগামী ২ দিনে উত্তরবঙ্গে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি না হলেও দার্জিলিং এবং কালিম্পং জেলায় শনি ও রবিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে উত্তরের জেলাগুলিতে।