বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে চাকরি পাওয়া যেন হাতে চাঁদ পাওয়ার মতো হয়ে গিয়েছে। মাথার ঘাম পায়ে ফেলেও শিঁকে ছেড়ে না অনেকের। বহু শিক্ষিত যুবক-যুবতী তাই চাকরি না পেয়ে বেকার হয়ে বসে রয়েছেন। এই আবহে বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। এর ফলে রাজ্যের বেকার যুবক-যুবতীদের অনেকখানি সুরাহা হতে চলেছে।
বেকারদের জন্য দারুণ উদ্যোগ সরকারের (Government of West Bengal)!
এবার রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম তথা WBMDFC-এর উদ্যোগে চাকরির মেলা আয়োজন করা হচ্ছে। নতুন বছরের শুরু থেকেই এই কেরিয়ার মেলা ও চাকরির উৎসব শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন। বাড়ি বসে অনলাইনেই এই চাকরির মেলার জন্য আবেদন করা যাবে।
জানা যাচ্ছে, ২০২৫ সালের ২ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি অবধি রাজ্য সরকারের এই চাকরির মেলা (Job Fair) চলবে। শহর কলকাতার পার্ক সার্কাস ময়দানে রোজ সকাল ১১টা থেকে রাত ৯টা অবধি এই মেলা হবে। রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ শুনানি শেষ! জামিন পাচ্ছেন পার্থ? নিয়োগ দুর্নীতি মামলায় মাথা ঘুরে যাওয়া মোড়
ইতিমধ্যেই চাকরির মেলায় আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গত ৯ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২০ ডিসেম্বর অবধি। ইচ্ছুক প্রার্থীদের প্রথমে রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখান থেকে ‘মিলন উৎসব’ (Milan Utsav) অপশনে ক্লিক করতে হবে। সেখানে আইডি, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদনপত্র পূরণ করে নিতে হবে।
রিপোর্ট বলছে, রাজ্য সরকারের (Government of West Bengal) এই চাকরির মেলার নানান ধরণের বিভাগ রয়েছে। জব মেলায় চাকরিপ্রার্থীদের জন্য নানান কাজের অফার করা হয়। কেরিয়ার স্টল ও কাউন্সেলিং বিভাগে আবার কেরিয়ার নিয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এছাড়াও হস্তশিল্প প্রদর্শনী বিভাগ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা বিভাগ সহ একাধিক বিভাগ রয়েছে বলে খবর।