সম্প্রতি বেড়েছে সরকারি কর্মীদের এই দুই ভাতা, জেনে নিন

বাংলা হান্ট ডেস্কঃ চলতি বছর শুরু থেকেই একাধিক সুখবর পেয়েছেন কেন্দ্রের সরকারি কর্মীরা। বছর শেষেও এল ভালো খবর। উৎসবের অবহেই সরকারি কর্মীদের ডিএ (DA) বৃদ্ধি করেছে কেন্দ্র। আগে ৫০ শতাংশ হারে ডিএ পেতেন কেন্দ্রের সরকারি কর্মীরা (Government Employees)। বর্তমানে তা বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। জানুয়ারিতে ফের বাড়বে মহার্ঘ ভাতা বা ডিএ। কত শতাংশ বাড়তে পারে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে জোড়া সুখবর আসতে চলেছে সরকারি কর্মীদের জন্য।

সূত্রের খবর, যেহেতু বর্তমানে মহার্ঘ ভাতা ৫৩ শতাংশ হয়েছে সেক্ষেত্রে দুটি ভাতা বৃদ্ধি পেয়েছে। সবমিলিয়ে বেতন বৃদ্ধি হয়েছে। জানিয়ে রাখি স্বাস্থ্য বিভাগের কর্মীদের ড্রেসিং ও নার্সিং ভাতা বৃদ্ধি করা হয়েছে। সপ্তম পে কমিশনের আওতায় মহার্ঘ ভাতা ৫০ শতাংশ হলে অন্যান্য ভাতাও ২৫ শতাংশ বৃদ্ধির কথা বলা আছে।

জানিয়ে রাখি, সমস্ত সরকারি হাসপাতাল ক্লিনিকে কর্তব্যরত নার্সদের এই ভাতা প্রদান করা হয়ে থাকে সরকার তরফে। গত সেপ্টেম্বরে ড্রেস অ্যালাউন্স ও নার্সিং অ্যালাউন্সের টাকা বৃদ্ধি পেয়েছে। কেন্দ্র সরকার অধীনস্থ হাসপাতাল যেমন এইএমস, পিজিআইএমআর, জেআইপিএমইআরকে ইতিমধ্যেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে এই অ্যালাউন্স বৃদ্ধি করা হয়ে থাকে। প্রসঙ্গত, ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল। সেই সময় দেওয়া সুপারিশগুলি ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়। এবার দশ বছর হতে ২০২৬ সালের জানুয়ারি থেকে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

dearness allowance

আরও পড়ুন: বাড়ানো হোক গরমের ছুটি! শিক্ষকদের দাবি মেনে তালিকা বদলাবে পশ্চিমবঙ্গ সরকার?

এখনও অষ্টম বেতন কমিশনের বিষয়ে সরকারি ভাবে কোনও ঘোষণা না করা হলেও একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, ২০১৫ সালে কেন্দ্রীয় বাজেটে এই নিয়ে ঘোষণা করতে পারে কেন্দ্র। এরই মধ্যে শোনা যাচ্ছে ডিসেম্বরের শেষে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির বৈঠক রয়েছে। সেখানেই অষ্টম পে কমিশন নিয়ে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর