রেকর্ড! দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা! ধনী কে? তালিকা দেখলে মাথা ঘুরে যাবে

বাংলা হান্ট ডেস্কঃ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর)-এর তরফে সোমবারেই প্রকাশিত হয়েছে এক বিশেষ রিপোর্ট। এডিআর-এ  প্রকাশিত সেই তথ্য তুলে ধরেই  সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দেশের সবচেয়ে ধনীতম মুখ্যমন্ত্রী কে আর সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রীই বা কে?

দেশের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee)

রিপোর্ট বলছে আমাদের দেশের মধ্যে সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবারে এই বিষয়ে তথ্য প্রকাশ করেছেন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ টাকা। অন্য দিকে ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু। টিডিপি নেতার মোট সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা। রিপোর্ট বলছে দেশের প্রায় সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তি রয়েছে ৫২ কোটি ৫৯ লক্ষ টাকার।

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী 

চন্দ্রবাবু নাইডু ৯৩১ কোটি টাকার মালিক

প্রেমা খান্ডু ৩৩২ কোটি টাকার মালিক

সিদ্দারামাইয়া ৫১ কোটি টাকার মালিক

নেফিয়ু রিও ৪৬ কোটি টাকার মালিক

মোহন যাদব ৪২ কোটি টাকার মালিক

২০২৩-২৪ অর্থবর্ষে সারা দেশে মাথাপিছু গড় আয় ১ লাখ ৮৫ হাজার ৮৫৪ টাকা। সেখানে আমাদের দেশের মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় ১৩ লক্ষ ৬৪ হাজার ৩১০ টাকা। যা দেশের মাথাপিছু আয়ের গড়ের তুলনায় ৭.৩ গুণ বেশি। এডিআর-এর তথ্য বলছে আমাদের দেশের মুখ্যমন্ত্রীদের মোট সম্পত্তি রয়েছে ১ হাজার ৬৩০ কোটি টাকার। বাংলার মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মতোই জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সম্পত্তিও রয়েছে কোটি টাকার নিচে। ওমর আবদুল্লা মোট  ৫৫ লক্ষ টাকার সম্পত্তির মালিক। মমতার পরেই তিনি দেশের দ্বিতীয় দরিদ্রতম মুখ্যমন্ত্রী।

এছাড়া সারা দেশের বাকি সমস্ত মুখ্যমন্ত্রী কোটিপতি। দরিদ্র মুখ্যমন্ত্রীদের তালিকায় মমতা (Mamata Banerjee) এবং ওমর আবদুল্লার পরেই রয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়ান। তিনি মোট ১ কোটি ১৮ লক্ষ টাকার সম্পত্তির অধিকারী। চন্দ্রবাবুর পরেই সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। তাঁর মোট ৩৩২ কোটি টাকার সম্পত্তি রয়েছে। এর পরই রয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি মোট ৫১ কোটি টাকার সম্পত্তির অধিকারী।

দেশের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী 

মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ লক্ষ টাকার মালিক

ওমর আব্দুল্লাহ ৫৫ লক্ষ টাকার মালিক

পিনারাই বিজয়ন ১.১৮ কোটি টাকার মালিক

আতিশী মার্লেনা ১.৪১ কোটি টাকার মালিক

ভজনলাল শর্মা ১.৪৬ কোটি টাকার মালিক

আরও পড়ুন: নববর্ষে অভিষেকের ‘সারপ্রাইজ’

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ১ কোটি ৫৪ লাখ টাকার সম্পত্তির মালিক। বিহারের নীতীশ কুমার মোট ১ কোটি ৬৪ লাখ টাকার সম্পত্তির মালিক।  ২৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের। ১ কোটি ৪১ লাখ টাকার সম্পত্তি আছে দিল্লির আতিশী মার্লেনা। অসমের হিমন্ত বিশ্বশর্মা ১৭ কোটির সম্পত্তির অধিকারী। ত্রিপুরার মানিক সাহার ১৩ কোটির সম্পত্তি রয়েছে। এছাড়াও তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি মোট ৩০ কোটি টাকার সম্পত্তির মালিক।

Mamata Banerjee

রিপোর্ট বলছে এই সমস্ত মুখ্যমন্ত্রীদের ঋণের অঙ্কও নেহাত কম নয়। জানা যাচ্ছে  সবচেয়ে ঋণ বেশি নিয়েছেন প্রেমা খান্ডুর। মোট ১৮০ কোটি টাকার ঋণ নিয়েছেন তিনি। এ ছাড়া সিদ্দারামাইয়ার প্রায় ২৩ কোটি টাকার ঋণ রয়েছে। তবে ধনীতম মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর ঋণ রয়েছে ১০ কোটি টাকার সামান্য কম। এছাড়াও এডিআর-এর রিপোর্ট থেকে জানা যাচ্ছে দেশের মোট ১৩ জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলাও। তাঁদের মধ্যে ১০ জনের বিরুদ্ধে খুন-অপহরণ- এর মতো  বিভিন্ন গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর