বাংলা হান্ট ডেস্ক: শুরু হয়ে গিয়েছে নতুন আরো একটি বছর। আর ২০২৫ শুরু হওয়ার আগে থেকেই সকলেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছিলেন নতুন বছর কিভাবে কাটবে। আর এবার সংখ্যাতত্ত্ব (Numerology) বলে দেবে এই বিষয়। জন্ম তারিখ বলে দেবে নতুন বছরে কারা সৌভাগ্যবান হতে চলেছেন, কারা পাবেন সফলতা। সংখ্যাতত্ত্ব অনুসারে, আপনারও এই তারিখে জন্ম কিনা অবশ্যই মিলিয়ে নিন।
কি বলছে ২০২৫ এর সংখ্যাতত্ত্ব (Numerology):
আপনাদের জানিয়ে রাখি, সংখ্যাতত্ত্ব (Numerology) ভবিষ্যৎ নির্ধারণ করে মূলাঙ্কের উপর ভিত্তি করে। আর এই মূলাঙ্ক নির্ভর করে জন্ম তারিখের উপর। সংখ্যাতত্ত্ব (Numerology) অনুসারে, ১ থেকে ৯ পর্যন্ত মূলাঙ্ক হয়ে থাকে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, এই মূলাঙ্ক আবার কি? কোন ব্যক্তির জন্ম তারিখ, মাস এবং বছর যোগ করলে যে সংখ্যাটি আসে সেটি হচ্ছে মূলাঙ্ক। আর ২০২৫-এর মোট যোগফল হচ্ছে ৯। আর এই কারণে এই বছরটি হচ্ছে মঙ্গলের।
২০২৫-এ মঙ্গলের প্রভাবে কাদের জীবনে উন্নতি আসতে চলেছে: সংখ্যাতত্ত্ব (Numerology) অনুসারে, যারা মাসে ৩, ১২, ২১, ৩০ তারিখে জন্ম তাদের মূলাঙ্ক হচ্ছে ৩। জ্যোতিষশাস্ত্র বলছে, এই তারিখে জন্ম ব্যক্তিদের ২০২৫ সাল অত্যন্ত ভালো কাটতে চলেছে। এমনকি এই তারিখে জন্মানো ব্যক্তিরা সফলতার মুখ দেখবেন। তবে জানিয়ে রাখি, যাদের মূলাঙ্ক ৩, তাদের গুরু গ্রহ হচ্ছে বৃহস্পতি। তবে বৃহস্পতি শাসক গ্রহ হওয়া সত্ত্বেও এই ব্যক্তিরাই এই বছরে লাভবান হতে চলেছেন।
আরও পড়ুনঃ ফ্রি’তে চাকরির ট্রেনিং! সঙ্গে মাসে হাতে আসবে ১৫ হাজার! কিভাবে Air India’র এই সুযোগ পাবেন?
২০২৫ বছরটি মঙ্গলের হলেও, যাদের জীবনে বৃহস্পতির প্রভাব রয়েছে তাদের বছর ভালো কাটার পিছনে রয়েছে বিশেষ কারণ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মঙ্গল এবং বৃহস্পতি হচ্ছে মিত্র গ্রহ। বলা হয়, দুই গ্রহ একই জায়গায় থাকলে মানব জীবনে বিশেষ প্রভাব পড়ে। জীবনের সমস্ত বাঁধা বিপত্তি কেটে যায়। আর এবারের বছরে মঙ্গলের প্রভাব থাকায়, এই মূলাঙ্কের জাতকদের ভাগ্য খুলতে চলেছে। সংখ্যাতত্ত্ব (Numerology) অনুযায়ী, আপনার জন্ম তারিখও যদি এগুলির মধ্যে হয়ে থাকে, তাহলে আপনার জীবনও খুব শীঘ্রই বদলানোর সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ না জানিয়ে প্রাথমিকে সেমিস্টার! শিক্ষামন্ত্রীকে ধমক দিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মমতা
ঠিক কোন কোন বিষয়ে লাভবান হতে চলেছেন এই মূলাঙ্কের জাতকেরা: জানা গিয়েছে, ২০২৫ সালে এই জাতক-জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে উপকৃত হতে চলেছেন। এবছর আপনারা ব্যবসায় ভালো অঙ্কের অর্থ উপার্জন করতে পারবেন। পাশাপাশি, যারা চাকরি করছেন তাদের পদোন্নতির যোগ রয়েছে। সেই সাথে বেতন বৃদ্ধিও হতে পারে। সংখ্যাতত্ত্ব (Numerology) অনুসারে, এই বিশেষ তারিখে জন্মানো ব্যক্তিরা পরিশ্রম করলে অবশ্যই সফলতা পাবেন।