২৮ মাস পর হল সুরাহা! খুশি রাজ্যের শিক্ষকরা

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। অবশেষে ২০২৫ এ এসে চালু হচ্ছে ‘উৎসশ্রী’ পোর্টাল। প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর শিক্ষক (Teachers) বদলির উৎসশ্রী পোর্টাল (utsashree portal) নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। জানিয়ে রাখি ইতিমধ্যেই এই পোর্টাল চালু করে দেওয়া হয়েছে। যদিও শুধুমাত্র পারস্পরিক বদলিতে (মিউচুয়াল ট্রান্সফার) সায় দেওয়া হয়েছে। এখনও বন্ধই থাকছে সাধারণ (জেনারেল ট্রান্সফার) এবং বিশেষ (স্পেশাল ট্রান্সফার) বদলি।

২০২২ সালে শিক্ষক বদলি সংক্রান্ত এই পোর্টাল বন্ধ রাখার প্রক্রিয়া শুরু হয়। তার পর থেকে এতদিন আর খোলা হয়নি। শিক্ষক মহল একাধিকবার অভিযোগ তোলেন, পোর্টাল খোলার বিষয়ে শিক্ষা দফতরের কোনো সদিচ্ছা নেই। এদিকে দীর্ঘদিন পোর্টাল ‘অকেজো’ থাকায় ভোগান্তিতে হাজার হাজার শিক্ষক। এবার সামান্য হলেও তাদের সমস্যা লাঘব হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

জানানো হয়েছে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত রাজ্য সরকারের এই নির্দেশিকা কার্যকর থাকবে। তার পর ফের নয়া নির্দেশিকা জারি করা হতে পারে। কি এই পারস্পরিক বদলি? যদি দু’জন শিক্ষক পারস্পরিক সমঝোতার মাধ্যমে নিজেদের কর্মস্থান বদল করতে সহমত হন তাহলে তাকে বলা হয় ‘পারস্পরিক বদলি’। প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সরকারি শিক্ষক-শিক্ষিকারা এই পোর্টালের মাধ্যমে নিনের পারস্পরিক বদলির আবেদন করতে পারবেন।

আগে এই বদলির বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, “মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের কোন‌ও সমস্যা নেই। ইতিমধ্যেই এই বিষয়ে সরকারকে জানিয়েছি। সরকার চালু করলে দ্রুত ট্রান্সফার সম্পূর্ণ হবে।” ওদিকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও জানিয়েছিলেন, “যেহেতু এই মুহূর্তে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া চলছে তাই জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে সমস্যা আছে। তবে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কোন‌ও সমস্যা নেই। শিক্ষা দফতরকে এই বিষয়ে আমরা জানিয়েছে।”

Government school teachers

আরও পড়ুন: একলাফে বাড়বে DA! কত শতাংশ? অষ্টম বেতন কমিশন নিয়েও বড় আপডেট

তবে জেনারেল ট্রান্সফার চালু হল না কেন? এই বিষয়ে সরকার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে উচ্চ প্রাথমিকে পার্শ্বশিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া, কাউন্সেলিং চলছে। তাই মিউচুয়াল ট্রান্সফার ছাড়া দু’ধরনের বদলি বন্ধ যাতে বন্ধ রাখা হয় সেই আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (ডব্লিউবিসিএসএসসি) থেকে। আগামী জুন মাসে এই নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর