জলের অভাব বিষয়ে জনসচেতনতার জন্য পদযাত্রা করল পড়ুয়ারা

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ 

ধীরে ধীরে কমছে জলস্তর। তীব্র থেকে তীব্রতর হচ্ছে পানীয় জলের অভাব।আর এই রকম একটি বিষয়ে জনসচেতনতা বাড়াতে উদ্যোগী হয়ে একটি পদযাত্রার আয়োজন করলো পূর্ব বর্ধমানের কাটোয়া ১নং ব্লকের শ্রীখন্ড মুসলিম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় শনিবার । বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা বেগম, শিক্ষক হীরক বিশ্বাস,কাজল গোস্বামী সহ শিশু সংসদ ও ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে এই পদযাত্রায়। শিশুরা হাতে পোষ্টার নিয়ে ও শ্লোগান দিয়ে এলাকা প্রদক্ষিণ করে।

শিক্ষক হীরক বিশ্বাস জানান, আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এলাকার সচেতনতা বৃদ্ধি করার জন্য এই রকম পদযাত্রার আয়োজন।

IMG 20190713 WA0192এছাড়া গতকাল ও শিক্ষক অভিভাবক সভায় ও আমরা জলধরো জলভরো, বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জন প্রভৃতি বিশেষ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য আলোচনা করেছি। যদি জন সচেতনতা বৃদ্ধি হয় তাহলে ই আমাদের প্রচেষ্টা সফল হবে।।

সম্পর্কিত খবর