মাঘেই শীতের কামড় দক্ষিণবঙ্গে! বুধে বৃষ্টি কোথায় কোথায়? আবহাওয়ার আগাম খবর

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতে রাজ্যজুড়ে (South Bengal Weather) শীতের দেখা মিললেও আবার ওঠা নামা করতে শুরু করেছে শীতের পারদ। তাই কখনও তাপমাত্রা বাড়ছে, আবার কখনও কমছে। এমনকি মকর সংক্রান্তিতেও মিলল না শীতের দেখা। যদিও আবহাওয়া দপ্তরের তরফে এই পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। তাই পৌষ সংক্রান্তিতেও এবছর উধাও শীতের আমেজ। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বারবার পিছু হটছে উত্তুরে হাওয়া। তাই জানুয়ারিতেও শীতের পারদ ঊর্ধ্বমুখী। আজ মঙ্গলবার কলকাতায় শীতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গে (South Bengal Weather) কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

অন্যদিকে এই কনকনে শীতের মধ্যেই উত্তরবঙ্গ জুড়ে জারি হয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা। দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) দেখা রয়েছে কুয়াশার ঘন চাদর। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত শীতের আমেজ না থাকলেও সপ্তাহের শেষে আবার জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তাই সপ্তাহান্তেই আবার ফিরে আসবে শীতের আমেজ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজই উত্ত-পশ্চিম ভারতের নতুন করে ঢুকেছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর ভারতের রয়েছে জেড স্ট্রিম উইন্ড। এছাড়া রাজস্থান ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত।

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সমস্ত জেলায় দাপট চলবে কুয়াশার। তবে সবচেয়ে বেশি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। অর্থাৎ কুয়াশা থাকবে পশ্চিম-বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। এছাড়াও কলকাতা সহ বাকি জেলাতেও। হালকা কুয়াশা থাকতে পারে সকালের দিকেও। তবে আপাতত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকবে শুষ্ক আবহাওয়া। এই শীতে আপাতত বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন: বৃষ্টি হতেই কমবে তাপমাত্রা? ফের জাঁকিয়ে শীত পড়বে বাংলায়? একনজরে আবহাওয়ার খবর

উত্তুরে হওয়া বাধা পাওয়ায় বেশ খানিকটা বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী চার-পাঁচ দিনে এই সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। সপ্তাহের শেষে শনিবার আবার কিছুটা কমতে পারে শীতের পারদ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহের শেষে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে দৃশ্যমান্যতা।

South Bengal Weather

কুয়াশার দাপট চলবে উত্তরবঙ্গের দার্জিলিং,জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। অধিকাংশ জেলাতেই দৃশ্যমানতা থাকবে ২০০ মিটারের নিচে। কলকাতায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে। যদিও বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে আকাশ পরিস্কার হতে থাকবে। কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। জানা যাচ্ছে, আগামী চার পাঁচ দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর