OMG! লিখবেন উল্টে, তবুও সোজাই দেখাবে ভারতের এই ভাষা! জানেন কোনটি ?

বাংলাহান্ট ডেস্ক : নানা ভাষা নানা মত নানা পরিধানের দেশ ভারত (India)। যুগ যুগ ধরে ভারতের ঐতিহ্য-সংস্কৃতি সুপরিচিত গোটা বিশ্বে। আধুনিক পৃথিবীর উন্নতির বিকাশে ভারতের অবদান অনস্বীকার্য। তবে ভারতের বাসিন্দা হলেও আমরা অনেকেই আমাদের দেশ সম্পর্কে অনেক কথাই জানিনা।

ভারতের (India) অভিনব এক ভাষা

প্রাচীন ভারতের (India) ঐতিহ্য ও সংস্কৃতি আজও আমাদের স্তম্ভিত করে। ১৪০ কোটির দেশ ভারতবর্ষ বিভক্ত একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। এলাকাভিত্তিতে বদলে যায় ভারতবাসীর মুখের ভাষা। বর্তমানে হিন্দির পাশাপাশি ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে স্বীকৃত রয়েছে ২২টি আঞ্চলিক ভাষা (Language)।

Unique language of India

প্রত্যেকটি ভাষার ঐতিহাসিক ও সংস্কৃতিগত ঐতিহ্য রয়েছে। তবে ভারতের এমন একটি ভাষা রয়েছে যেটিকে ইংরেজিতে উল্টো করে লিখলেও সোজা দেখায়। অনেক সময় বিভিন্ন চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ রাউন্ডে এই ধরনের প্রশ্ন আসে। তাই যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা অবশ্যই এই ধরনের প্রশ্নগুলির উত্তর জেনে রাখুন।

আরোও পড়ুন : টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর! বিরাট নির্দেশ দিল হাইকোর্ট, কোন মামলায়?

দক্ষিণ ভারতের অন্যতম একটি প্রধান ভাষা হল মালায়ালম। ইংরেজিতে মালায়ালম (Malayalam) লিখলে সেটিকে উল্টো দিক থেকে পড়লেও সোজা মনে হবে। দক্ষিণ ভারতের একটি ধ্রুপদী দ্রাবিড় ভাষা মালায়ালম। এই ভাষা তামিল ভাষার সাথে বেশ গভীরভাবে সম্পর্কিত। ৩ কোটি ৫৭ লক্ষ মানুষের মাতৃভাষা মালায়ালম।

Unique language of India

ভারতের ২২টি স্বীকৃত ভাষার একটি মালায়ালম। ভারতবর্ষ ছাড়াও দক্ষিণের এই ভাষা প্রচলিত রয়েছে ইসরায়েল, বাহরাইন, ফিজি, কাতার, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্যে। এই ভাষার স্ক্রিপ্টে রয়েছে ৫৭৮টি শব্দ। মালায়ালম ভাষায় সংস্কৃত, হিন্দি, উর্দু, আরবি, ফার্সি, পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি ও ইংরেজি ভাষার শব্দের প্রভাব চোখে পড়ার মতো।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর