গুরুতর অভিযোগ, পুলিশের জালে জনপ্রিয় সিরিয়ালের নায়িকা, রাতারাতি জেলবন্দি অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক : নতুন নতুন টুইস্ট এনে দর্শকদের মনোরঞ্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন সিরিয়াল (Serial) গুলি। তথাকথিত প্রথম সারির ধারাবাহিকের পাশাপাশি অন্যান্য চ্যানেলগুলিতেও সিরিয়ালের গল্প দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছে। মন্দ উঠছে না টিআরপিও। এর মধ্যে একটি সিরিয়াল বেশ সাড়া ফেলেছে দর্শক মহলে। বড়সড় মোড় আসতে চলেছে ধারাবাহিকটিতে (Serial)।

দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় এই সিরিয়াল (Serial)

সান বাংলা চ্যানেলের সিরিয়ালগুলির (Serial) মধ্যে বেশ জনপ্রিয় ‘বসু পরিবার’। আদ্যোপান্ত পারিবারিক গল্প দর্শকদের বেশ প্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যেই। বিশেষ করে দীপ্তেশ আর নীলুর রসায়ন সিরিয়ালের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলেছে। নায়ক নায়িকার অভিনয় বেশ উপভোগ করছেন দর্শকরা।

This serial actress sent to jail for this reason

নতুন বিপদে নায়িকা: গল্প অনুযায়ী, বসু পরিবারের ভাঙন আটকাতে অঞ্জন বাবুর পাশে দাঁড়ায় নীলা। সঙ্গে পায় দীপুকেও। কিন্তু এবার তাদের আলাদা করতেও ষড়যন্ত্র করে সৌমিলী। কিন্তু পরস্পরের প্রতি বিশ্বাস থেকে সব বাধা পেরিয়ে যায় নীলা দীপু। কিন্তু সমস্যার শেষ হয় না। আবারো এক বড় বিপদ ধেয়ে আসছে নীলার দিকে।

আরো পড়ুন : চ্যালেঞ্জিং চরিত্রে দুরন্ত অভিনয়, ‘জগদ্ধাত্রী’ ছেড়ে এবার সিনেমায় ডেবিউ ‘কাঁকন’ দেবাঙ্গনার

বড় চমক আসছে গল্পে: সিরিয়ালের (Serial) নতুন প্রোমোতে দেখা গিয়েছে, পরিবারে আসা এক সন্দেহজনক মহিলার আসল পরিচয় জানতে গিয়ে নিজেই বড় বিপদে পড়ে নীলা। ডাকাতির মিথ্যে অপবাদে জেলে ঢোকানো হয় তাকে। এই মিথ্যে অপবাদ থেকে কীভাবে রেহাই পাবে নীলা, দীপ্তেশও কি তার পাশে থাকবে?

আরো পড়ুন : জব্বর খবর! লম্বা বিরতি শেষে নতুন সিরিয়াল, নায়িকা হয়ে ফিরছেন জলসার ঘরের মেয়ে!

প্রসঙ্গত, বসু পরিবার সিরিয়ালটি (Serial) শুরু হয়েছিল সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় এবং শ্রীমা ভট্টাচার্যকে নিয়ে। কিন্তু অসুস্থতার কারণে মাঝপথে ধারাবাহিক ছাড়েন শ্রীমা। তাঁর জায়গায় নতুন নায়িকা হয়ে আসেন সম্পূর্ণা মণ্ডল। গত বছরের অক্টোবর মাস থেকেই নতুন নীলা হিসেবে দেখা যাচ্ছে সম্পূর্ণাকে। আগামীতে সিরিয়ালের গল্প কোন দিকে মোড় নেয় সেটাই দেখার অপেক্ষা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর