বাংলা হান্ট ডেস্ক: মাঘ মাসে শীতের আমেজ রয়েছে ঠিকই তবে জাঁকিয়ে শীতের দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) জানিয়ে দিয়েছে, আগামী কয়েকদিন খুব একটা পারদ পতনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। উল্টে ফের হাজির হতে পারে বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা থেকে মাঝারি ভিজতে পারে রাজ্যের বেশ কিছু অংশ। (West Bengal Weather Update)
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর (South Bengal Weather)
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী পাঁচদিন গাঙ্গেয়বঙ্গ ও হিমালয়ের পাদদেশ অঞ্চলে তাপমাত্রার বড় হেরফের হবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। আপাতত শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা।
চলতি সপ্তাহে পারদ পতনের পূর্বাভাস এখনও নেই। উইকেন্ডে তাপমাত্রা নামে কি না সেটাই দেখার। জাঁকিয়ে শীত না পড়লেও সকালের দিকে ভোগাবে কুয়াশা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বেলা গড়ানোর সাথে সাথে আকাশ পরিষ্কার হবে। কোনো সতর্কতা জারি নেই।
আপাতত ২৪ জানুয়ারি পর্যন্ত শুকনো থাকবে দক্ষিণবঙ্গ। কলকাতা (Kolkata) সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ কোথাও বৃষ্টি হবে না। তবে ভিজবে উত্তরবঙ্গ।
আরও পড়ুন: ‘হিন্দুদের ইচ্ছাতেই চলবে দেশ!’ ‘বিতর্কিত’ বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ১৩ আইনজীবী
পশ্চিমী ঝঞ্ঝার কারণে শুক্রবার নাগাদ উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুষারপাতও হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অবশ্য শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ২৩ তারিখ পর্যন্ত উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার প্রভাব থাকতে পারে।