ফের মন জিতলেন রিঙ্কু! বাবাকে দিলেন এই “বিশেষ” উপহার, ধন্য ধন্য করছেন সকলে

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের তরুণ খেলোয়াড় রিঙ্কু সিং (Rinku Singh) বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সম্প্রতি, মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে ইতিমধ্যেই বাগদান সম্পন্ন হয়েছে রিঙ্কুর। যদিও, তাঁদের পরিবারের সদস্যরা এই বিষয়টি অস্বীকার করেছেন। তবে, তাঁর হবু স্ত্রীর নাম যে প্রিয়া সরোজ এটুকু স্পষ্ট হয়ে গিয়েছে। যিনি মধ্যপ্রদেশের মাছলিশহরের সাংসদ।

বাবাকে কি উপহার দিলেন রিঙ্কু (Rinku Singh)?

আসলে রিঙ্কু সিং (Rinku Singh) ও তাঁর মেয়ের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়া সরোজের বাবা। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রিঙ্কু তাঁর বাবা খানচন্দ্র সিংকে একটি বিশেষ উপহার দিয়েছেন। যেটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই এই বিষয়টি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

 

View this post on Instagram

 

A post shared by Sonu Lefti (@sonulefti0700)

রিঙ্কু তাঁর বাবাকে উপহার দিলেন: সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে রিঙ্কুর (Rinku Singh) বাবা খানচন্দ্রকে একটি নতুন সুপার বাইক চালাতে দেখা গিয়েছে। রিঙ্কু সিং তাঁর বাবাকে ওই নতুন সুপার বাইকটি উপহার হিসেবে দিয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ওই বাইকটি হল Kawasaki Ninja বাইক। যেটির মূল্য ৩.১৯ লক্ষ টাকা।

আরও পড়ুন: শুরু হয়ে গেল কাউন্টডাউন! ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের প্রথম T20 ম্যাচ বিনামূল্যে দেখুন এখানে

প্রসঙ্গত উল্লেখ্য যে, রিঙ্কু সিং (Rinku Singh) একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। বর্তমানে তিনি কোটি কোটি টাকার মালিক হলেও এই স্থানে পৌঁছনোর জন্য তাঁকে দিনরাত পরিশ্রম করতে হয়েছে। রিঙ্কু সিংয়ের বাবা বাড়িতে সিলিন্ডার সরবরাহ করতেন এবং রিঙ্কুর দাদা ই-রিকশা চালাতেন। কিন্তু রিঙ্কু তাঁর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পুরো পরিবারের ভাগ্য বদলে দিয়েছিলেন।

আরও পড়ুন: KKR-এর এই একটা আচরণেই হয়েছিলেন ক্ষুন্ন! তারপরেই ছাড়েন দল, এবার বোমা ফাটালেন শ্রেয়স

বর্তমানে রিঙ্কুর (Rinku Singh) পুরো পরিবার একটি বিলাসবহুল বাড়িতে থাকেন। তিনি সম্প্রতি আলিগড়ে তাঁর বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন। যার মূল্য কয়েক কোটি টাকা। এদিকে, রিঙ্কু তাঁর পরিশ্রম এবং পারফরম্যান্সের ওপর ভর করে শুধু তাঁর পরিবারের সদস্যদের জীবনেই পরিবর্তন আনেননি, বরং ভারতীয় ক্রিকেট দলেও নিজের জন্য একটি বিশেষ জায়গা তৈরি করে ফেলেন। সমগ্র বিশ্বজুড়ে তাঁর লক্ষ লক্ষ অনুরাগী রয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর