বাংলা হান্ট ডেস্ক:চলতি বছর এপ্রিলেই প্রথম গ্যাব্রিয়েলার প্রেগনান্সির কথা জন সমক্ষে ঘোষণা করেন অর্জুন। তিনি লেখেন,”তোমাকে পেয়ে আমি ধন্য। বেবির জন্য ধন্যবাদ বেবি”।বৃহস্পতিববার পুত্রসন্তানের মা হলেন অর্জুন রামপালের প্রেমিকা গ্যাব্রিয়েলা।মুম্বাই এর হিন্দুজা হাসপাতালে দ্বিতীয়বার সন্তানের জন্ম দিলেন তিনি। টুইট করে অর্জুনকে অভিনন্দন জানালেন নিধি দত্ত। হাসপাতালে উপস্থিত ছিলেন অর্জুন, তাঁর আগের পক্ষের দুই মেয়ে মাহিকা ও মাইরা এবং গ্যাব্রিয়েলার মা-বাবা। হাসপাতালে বসে খেতে খেতে বই পড়ার ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন গ্যাব্রিয়েলা।
এক বছর আগেই মিউচুয়াল ফ্রেন্ডের মারফত দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা র সাথে আলাপ হয় অর্জুনের।সম্পর্কের বিষয়ে বরাবরই খোলামেলা থেকেছেন অর্জুন। সন্তান জন্মের বিষয় ও স্বগর্বে স্বীকার করলেন অর্জুন।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার