জি বাংলার মেগার পরিচালক ‘নিষিদ্ধ’ টেলিপাড়ায়! অথৈ জলে সিরিয়ালের ভবিষ্যৎ

বাংলাহান্ট ডেস্ক : বছরের শুরুতেই ফের অশান্তির আঁচ বিনোদুনিয়ায়। শুটিং বন্ধ হওয়ার অভিযোগের পর এবার পরিচালককে ‘নিষিদ্ধ’ করা হল শিল্প নির্দেশক বিভাগের তরফে। সরস্বতী পুজোর দিন নতুন সিরিয়াল (Serial) শুরু হওয়ার কথা থাকলেও তা আচমকা থমকে গিয়েছে। শনিবার জানা গিয়েছিল, আর্ট সেটিং গিল্ডের সদস্যরা কাজ করতে চাইছেন না পরিচালকের সঙ্গে। রবিবার সাময়িক ভাবে কাজ শুরু হলেও সোমবার ফের একই পরিস্থিতি তৈরি হয়েছে।

নিষিদ্ধ করা হল সিরিয়ালের (Serial) পরিচালককে

ছোটপর্দার (Serial) জনপ্রিয় পরিচালক শ্রীজিৎ রায়। জি বাংলায় তাঁর ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালটি (Serial) দারুণ নম্বর তুলছে। পরিচালকের আরো একটি ধারাবাহিকের শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সংবাদ মাধ্যমের কাছে পরিচালকের অভিযোগ, আর্ট সেটিং গিল্ড থেকে সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে তাঁর সঙ্গে কাজ না করতে।

This serial director banned in industry but why

কী অভিযোগ রয়েছে: সিরিয়াল পরিচালক (Serial) এও জানান, কোনো নির্দেশই লিখিত ভাবে আসেনি। সবটাই মৌখিক নির্দেশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ডিরেক্টরস গিল্ড এবং ফেডারেশনের দ্বন্দ্বের সময় নাকি তিনি টেকনিশিয়ান বিরোধী কিছু কথা বলেছিলেন যাতে আহত হয়েছেন টেকনিশিয়ানরা। তাই তাঁকে ‘নিষিদ্ধ’ করার সিদ্ধান্ত। যদিও সিরিয়ালের পরিচালকের কথায়, ২৫ বছর কাটিয়ে ফেলেছেন তিনি বিনোদন জগতে। সকলের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। কখনোই এমন অভিযোগ ওঠেনি।

আরো পড়ুন : এই মাসেই শেষ শুটিং, দর্শকদের ভালোবাসা পেয়েও মাত্র তিন মাসেই গল্প ফুরোলো মেগার!

আগেও হয়েছে সমস্যা: এর আগে অবশ্য পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও উঠেছিল টেকনিশিয়ানদের চটানোর অভিযোগ। তিনি অবশ্য তারপর সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, সমস্যা মিটে গিয়েছে। টেকনিশিয়ানদের সঙ্গে বসে আলোচনা করে তাঁদের বুঝিয়েছেন তিনি। কিন্তু সমস্যা যে আদৌ মেটেনি তা বোঝা গিয়েছে তারপর পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় আর এখন শ্রীজিৎ রায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠায়।

আরো পড়ুন : নবাগতা হয়েও দুরন্ত অভিনয়, লম্বা বিরতি শেষে জলসার নতুন মেগায় ফিরছেন সুন্দরী নায়িকা

‘কোন গোপনে’ সিরিয়ালের (Serial) পরিচালক আফসোস করেছেন, কাজ করতে গেলে বিবাদ হওয়া স্বাভাবিক। কিন্তু দুই সংগঠন বিবাদে জড়ালে সংগঠনের সদস্যরা কেন ব্যক্তি আক্রমণের শিকার হবেন? এতে বিনোদন দুনিয়ার ক্ষতি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর