‘ভেঙে দেব…’! কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন ‘ক্ষুব্ধ’ মমতা! হঠাৎ কী হল?

বাংলা হান্ট ডেস্কঃ ম্যানহোলে মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার শহর কলকাতার লেদার কমপ্লেক্সের ভেতর সেক্টর ৬ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির অধীন সাফ-সাফাইয়ের কাজ চলছিল। সেই সময়ই ঘটে যায় দুর্ঘটনা (Manhole Incident)। এবার এই নিয়েই রাজ্য সরকারের (Government of West Bengal) দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ খানকে তীব্র ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী।

কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন মমতা (Mamata Banerjee)!

গতকাল ওই সাফাইয়ের কাজ চলার সময় ট্যানারির বর্জ্য পরিষ্কার করতে প্রথমে একজন সাফাই কর্মীকে নামানো হয়। অনেকক্ষণ হয় যাওয়ার পরেও তিনি ওপরে না ওঠায় ওনার খোঁজে আরও ২ জন নামেন। ১০ ফুটের ম্যানহোলে নেমে তলিয়ে যান ৩ জনেই। এবার এই ঘটনাতেই মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়লেন মন্ত্রী জাভেদ খান (Javed Khan)।

মমতা (Mamata Banerjee) এদিন বলেন, ‘এসব হলে তোমাদের অ্যাসোসিয়েশন আমি ভেঙে দেব’। সেই সঙ্গেই কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে সম্পূর্ণ বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ মমতার নির্দেশের পরেই ‘অ্যাকশন’! জল চুরি করলে এবার সোজা FIR! নেওয়া হল কড়া সিদ্ধান্ত

এদিকে ম্যানহোলে নেমে তলিয়ে যাওয়া ওই ৩ শ্রমিকের মধ্যে প্রথমে ২ জনের মৃতদেহ উদ্ধার করেন ডুবুরিরা। পরবর্তীতে বাকি ১ জনের নিথর দেহ উদ্ধার হয়। মৃতদের নাম সুমন সর্দার, হাসি শেখ এবং ফরজেম শেখ।

প্রত্যক্ষদর্শীদের কথায়, ৩ জন সাফাইকর্মী যে ম্যানহোলে (Manhole) তলিয়ে গিয়েছিলেন সেটি প্রায় ১০ ফুট গভীর। ওখান থেকে নানান রাসায়নিকের গন্ধ পাওয়া যাচ্ছিল। আশঙ্কা করা হচ্ছে, সেখানে বিষাক্ত গ্যাসও ছিল। সেই কারণেই ৩ জনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান।

Mamata Banerjee

উল্লেখ্য, ২০১৩ সালেই সুপ্রিম কোর্টের তরফ থেকে ম্যানহোল অথবা নিকাশি নালায় মানুষ নামিয়ে সাফাইয়ের ব্যবস্থাকে নিষিদ্ধ করে দেওয়া হয়। শীর্ষ আদালতের তরফ থেকে স্পষ্ট জানানো হয়, ম্যানহোল পরিষ্কার, মলমূত্র পরিষ্কারের মতো কাজ কোনও মানুষকে দিয়ে করানো যাবে না।

কোনও বিশেষ পরিস্থিতিতে কোনও ব্যক্তিকে যদি ম্যানহোলে নামাতেও হয়, তাহলেও তাঁর জীবন ও স্বাস্থ্যের সব ধরণের সুরক্ষা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কোনও মানুষকে ম্যানহোলে নামানোর আগে সেখানে কোনও প্রাণঘাতী গ্যাস রয়েছে কিনা সেটা নিশ্চিত করা এবং ওই সাফাইকর্মীর মাথা থেকে পা অবধি স্পেশ্যাল অ্যাপ্রনে ঢেকে রাখার কথা বলা হয়েছিল। তবে অভিযোগ, কলকাতার ঘটনার এমন কিছুই মানা হয়নি। এবার এই ঘটনার প্রেক্ষিতেই কড়া নির্দেশ দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর ভর্ৎসনার মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর