পর্দায় চুটিয়ে প্রেম ‘রূপা’র, বাস্তবে মনের মানুষ কে সাইনার? মায়ের সামনে অকপট অভিষেক-কন্যা

বাংলাহান্ট ডেস্ক : দেখতে দেখতে তিন বছর হতে চলল প্রয়াত হয়েছেন খ্যাতনামা অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুর দু বছরের মাথায় বড় সিদ্ধান্ত নেন মেয়ে সাইনা চট্টোপাধ্যায় (Saina Chatterjee)। বাবার দেখানো পথে হেঁটেই অভিনয় জগতে পা রেখেছেন তিনিও। ছোটপর্দায় জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’তে রূপার চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।

অনুরাগের ছোঁয়া দিয়ে অভিনয়ে পা সাইনার (Saina Chatterjee)

খুব কম সময়ের মধ্যেই নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন সাইনা (Saina Chatterjee)। অনস্ক্রিনে রূপার মতোই বাস্তবেও একই রকম ধীরস্থির তিনি। বাবা চলে যাওয়ার পর মা সংযুক্তাকেই আঁকড়ে ধরেছেন তিনি। তবে সংযুক্তা প্রথম থেকেই বলে আসছেন যে তাঁর বিশ্বাস, অভিষেক তাঁদের সঙ্গেই রয়েছে। এমনকি মেয়ের অভিনয়ে সুযোগ করে দেওয়াটাও নাকি তাঁরই কাজ।

Who is saina chatterjee real life lover

অভিনয়ে আসতে চেয়েছিলেন সাইনা: সাইনা (Saina Chatterjee) অনুরাগের ছোঁয়া সিরিয়ালে সুযোগ পাওয়ার পর সংযুক্তা বলেছিলেন, তাঁরা কাউকেই বলেননি যে সাইনা (Saina Chatterjee) অভিনয়ে আসবে। কিন্তু প্রথম দিন ফ্লোরে গিয়েই তাঁর সংলাপ বলার ধরণ একবারেই পাশ হয়ে গিয়েছিল। মেয়ের সংলাপ বলার ধরণ দেখে তাঁর মনে হয়েছিল, অভিষেকই তাঁর কেরিয়ারটা গুছিয়ে দিয়েছেন।

আরো পড়ুন : নতুন পথচলা শুরু, সিরিয়াল শুরুর আগেই “নজির” গড়ল বেঙ্গল টপার মেগার প্রোডাকশন হাউজ!

মেয়ের প্রেম নিয়ে অকপট সংযুক্তা: অভিনয়ে আসার সিদ্ধান্ত সাইনারই (Saina Chatterjee) ছিল। তাতে সায় দিয়েছিলেন মা সংযুক্তা। রূপার চরিত্রটি বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন অভিষেক কন্যা। পর্দায় রূপার প্রেমিককেও দেখানো হয়েছে ইতিমধ্যে। এ বিষয়ে সংযুক্তা বলেন, তাঁর বেশ মিষ্টি লেগেছে ব্যাপারটা। নিজের টিনএজের কথা মনে পড়ে গিয়েছিল।

আরো পড়ুন : স্রেফ উড়ে যাবে ‘জগদ্ধাত্রী’, কথা-এভির বিয়ে দিয়েই উলটে যাবে TRP তালিকা!

মায়ের কথায় অবশ্য লজ্জা পেয়ে যান সাইনা (Saina Chatterjee)। চিত্রনাট্যের প্রয়োজনেই পর্দায় প্রেম। বাস্তবের প্রসঙ্গ উঠতেই সটান ‘না’ বলে দেন অভিষেক কন্যা। এখনও কোনো বিশেষ মানুষ আসেনি তাঁর জীবনে। তবে কেউ এলেও যে মাকেই সবার আগে জানাবেন সেটাও বলেছেন সাইনা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর