বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর ধর্ষণ খুন (RG Kar Case) এবং আর্থিক দুর্নীতি দুই মামলাতেই গ্রেফতার হয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। এর মধ্যে ধর্ষণ খুনের মামলায় জামিন পেলেও আর্থিক দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পাননি তিনি। এবার সেই সন্দীপই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দ্বারস্থ হলেন।
কেন হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির দ্বারস্থ সন্দীপরা?
ইতিমধ্যেই আরজি কর ধর্ষণ খুন কাণ্ডে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। এবার বুধবার থেকে আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা। মঙ্গলবার আলিপুর আদালতের বিচারক তেমনটাই জানিয়েছেন। এবার সেই মামলার বিচারপ্রক্রিয়ার গতি কমানোর আবেদন জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন সন্দীপ সহ এই মামলার পাঁচ অভিযুক্ত।
গত এক সপ্তাহে এই নিয়ে দু’বার এই বিষয়ে আর্জি জানালেন সন্দীপরা। হাইকোর্টের (Calcutta High Court) একক বেঞ্চের তরফ থেকে সেই আবেদনে গুরুত্ব না দেওয়ায় সোজা প্রধান বিচারপতির দ্বারস্থ হলেন তাঁরা। জানা যাচ্ছে, দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন আরজি কর আর্থিক দুর্নীতি মামলার পাঁচ অভিযুক্ত। সেই অনুযায়ী দুপুরেই ওই মামলার শুনানি শুরু হয়েছে।
আরও পড়ুনঃ মন্ত্রিত্ব খুইয়েছেন অখিল! এবার ছেলের হুমকি, ‘রড দিয়ে মাথা ফাটিয়ে দেব’! জোর শোরগোল
এদিকে আরজি কর আর্থিক দুর্নীতি কাণ্ডের আরেক অভিযুক্ত সুমন হাজরাকে পুনর্বিবেচনার আর্জি জানানোর অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম (Justice TS Sivagnanam)। তিনি জানিয়েছেন, পুনরায় বিবেচনার আর্জি জানানোর পর একক বেঞ্চে শুনানির জন্য দৃষ্টি আকর্ষণ করা যাবে।
জানা যাচ্ছে, এদিন সন্দীপ ঘোষের আবেদনে বিরক্ত হয়েছে হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh) সাফ বলেন, ‘আপনারা একই বিষয় নিয়ে দু’বার আবেদন করলেন। বিবেচনা করেই ওই নির্দেশ দেওয়া হয়েছে। এখন তা পরিবর্তন করা সম্ভব নয়’। আরজি করের প্রাক্তন অধ্যক্ষদের ফের নিম্ন আদালতে গিয়ে যা বলার আছে সেটা বলতে বলেন জাস্টিস ঘোষ। একইসঙ্গে সেখানে বিচারপ্রক্রিয়ায় সহযোগিতা করতে বলেন তিনি। এরপরেই সোজা উচ্চ আদালতের প্রধান বিচারপতির দ্বারস্থ হলেন সন্দীপরা।
এর আগে গত ৩১ জানুয়ারি আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন সন্দীপরা। সেই আর্জি খারিজ করে দিয়েছিলেন বিচারপতি ঘোষ। আজ ফের ওই একই আবেদন করলেন তাঁরা। দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। সেই অনুযায়ী দুপুরেই শুরু হয়েছে শুনানি।