বাংলা হান্ট ডেস্ক:কল্পবিজ্ঞান মোড়া এক গল্প, হোপ। যা তুলে ধরে ২১০০ সালের মধ্যে মানবজাতির পৃথিবীর কী পরিণতি ঘটাতে পারে। শস্য শ্যামলা বসুন্ধরা হয়েছে ধূসর ও মলিন। সেই পৃথিবীর ই বাসিন্দা ছোট্ট ছেলে কেয়ান। বোনের আবদার ছোট্ট এক পাখি। তার খোঁজে বেরিয়েছে সে। সে কি পারবে তার বোনের ইচ্ছাপূরণ করতে? প্রাণহীন প্রকৃতির বুকে কোথাও লুকিয়ে থাকা সেই ছোট্ট পাখি টাকে সে ঠিক খুঁজে পাবে, এই আশায় পথ চলে ছোট্ট কেয়ান। ছোট্ট কেয়ানের এই পথ চলার গল্প ই উঠে আসবে পার্থসারথি মান্না র হোপ এ। শুক্রবার রিলিজ হল ‘হোপ’ এর পোস্টার। সেই পোস্টার থেকেই উঠে আসছে এক রূক্ষ ভবিষ্যত পৃথিবীর ছবি।ছবিটি প্রযোজনা করেছে শ্রেয়ান্ত ফিল্মস। এর আগে বহুল প্রশংসিত ‘অস্কার’ সিনেমাটির প্রযোজনার দায়িত্বে ছিলেন তাঁরা।
সিনেমার মুখ্য চরিত্রে থাকছেন অবিনাশ রাই, সহজ পাঠের গপ্পো-খ্যাত স্নেহা বিশ্বাস, তৃষা পাল, তপন দাস প্রমুখরা।
হোপ কী আসন্ন বিপদ থেকে সাবধান করতে পারবে জগৎ বাসীকে? কতটা সফল হবে হোপ? সেটা জানা এখন শুধুই সময়ের অপেক্ষা।