বাংলা হান্ট ডেস্কঃ মাধ্যমিক (Madhyamik 2025) মানেই জীবনের অন্যতম বড় পরীক্ষা। এই পরীক্ষার উপরে নির্ভর করে অনেক পড়ুয়ার ভবিষ্যৎ। হাতে গোনা আর মাত্র ৫ দিন পরেই আগামী ১০ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা। প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় রাখতে এবছরের মাধ্যমিক পরীক্ষা নিয়ে ব্যাপক কড়াকড়ি ব্যবস্থা এনেছে মধ্যশিক্ষা পর্ষদ। সারা বছরের প্রস্তুতি শেষে এই মুহূর্তে জোর কদমে চলছে রিভিশন। এরই মধ্যে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে বিরাট উদ্যোগ নিল আরামবাগ বাস অ্যাসোসিয়েশন।
মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় উদ্যোগ (Madhyamik 2025)
ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এবার মাধ্যমিক (Madhyamik 2025) পরীক্ষার্থীদের জন্য বিশেষ পদক্ষেপ অবলম্বন করছে আরামবাগ মহাকুমা। জানা যাচ্ছে এবার পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীরা বাসে চেপে বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করতে পারবেন বিনামূল্যে। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখালেই বাসের ভাড়া মুকুব করে দেওয়া হবে। পরীক্ষার দিনগুলোতে পরীক্ষার্থীরা যেখান থেকেই বাসে উঠুক না কেন, তাদের কোনো ভাড়া দিতে হবে না।
রীতিমতো সাংবাদিক সম্মেলন করে আরামবাগ বাসস্ট্যান্ডের বাস মালিক সংগঠনের কর্মকর্তারা একথা ঘোষণা করেছেন। তবে শুধু মাধ্যমিক (Madhyamik 2025) নয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দেখলেও সঙ্গে সঙ্গে বাস দাঁড় দেওয়া করিয়ে সেই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রের যাওয়ার জন্য নির্দিষ্ট বাসস্টপে পৌঁছে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। বাস মালিক সংগঠনের এই সিদ্ধান্তের ফলে পরীক্ষা চলাকালীন হুগলী,বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকার পরীক্ষার্থীরা উপকৃত হবেন।
বাস সংগঠনদের এই পদক্ষেপ প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য জানিয়েছেন, মাধ্যমিক (Madhyamik 2025) এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য পরীক্ষার্থীরা ব্যাপক উদ্বিগ্ন থাকেন। তাই পরীক্ষার আগে তাদের যাতায়াতের যাতে কোন রকম অসুবিধা না হয় সেইজন্য তাদের বাস ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীকে তাদের অ্যাডমিট কার্ড দেখাতে হবে বাস কন্ডাক্টরকে।
আরও পড়ুন: মর্গে অনিয়মের জের! জোর বিপাকে সন্দীপ ঘোষ, বড় পদক্ষেপ নিল রাজ্য মানবাধিকার কমিশন
পরীক্ষার্থীরা যেখান থেকেই হাত দেখাবেন বাস থেমে তাদের তুলে নেবে এবং সঠিক গন্তব্য স্টপেজে তাদের নামিয়ে দেওয়া হবে। পাশাপাশি বাস কর্মীদের পরীক্ষার্থীদের সঙ্গে ভালো ব্যবহার করতেও বলা হয়েছে। পরীক্ষার সময় নো এন্ট্রি খোলার পর অনেক সময় যানজট সৃষ্টি হয়। তাই পরীক্ষার সময় সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে প্রশাসনের কাছে। পরীক্ষা চলাকালীন কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে।
জানা যাচ্ছে, আরামবাগের মোট সাতটি বাস সংগঠন এইভাবে পরীক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছেন। পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রায় ২০০ টিরও বেশি বাস আরামবাগ,বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় চলাচল করবে। এরজন্য কোন ভাড়া লাগবে না বলেই জানিয়েছেন তিনি। সব মিলিয়ে আরামবাগ মহকুমার বাস মালিক সংগঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষরা। সম্ভবত এই প্রথম এমন একটা অভিনব পদক্ষেপ নিয়েছেন বাস মালিকরা। বাস মালিক সংগঠনের এই উদ্যোগে বেজায় খুশী মাধ্যমিক (Madhyamik 2025) পরীক্ষার্থীরাও।