এবারের সিজনে যুগ্ম বিজেতা! কারা হলেন সেরার সেরা? সম্প্রচারের আগেই ফাঁস সারেগামাপা বিজয়ীদের নাম

বাংলাহান্ট ডেস্ক : জি বাংলার রিয়েলিটি শো সারেগামাপার (Saregamapa) জনপ্রিয়তা সিজনের পর সিজন ধরে বেড়েই চলেছে। বহু বছর ধরে টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে সিরিয়ালটি। সমগ্র বাংলা থেকে প্রতিযোগীরা অংশ নেন এই শোতে। এমনকি ওপার বাংলা থেকেও প্রতিযোগীরা এসেছেন সারেগামাপায় (Saregamapa)। তবে এই সিজনে অবশ্য বাংলাদেশি প্রতিযোগীদের দেখা মেলেনি।

হয়ে গেল সারেগামাপা (Saregamapa) গ্র্যান্ড ফিনালের শুটিং

বর্তমানে রিয়েলিটি শোটি (Saregamapa) প্রায় শেষের মুখে এসে পৌঁছেছে। ইতিমধ্যেই সেমি ফাইনালের শুটিং হয়ে গিয়েছে। চ্যানেলের তরফে প্রোমো সামনে আসতে দেখা গিয়েছে, ফিনালের লড়াইয়ে রয়েছেন দুই ‘বিস্ময় বালক’ অনীক জানা, অতনু মিশ্র এবং আরাত্রিকা সিনহা। এছাড়া টপ ৫ এ আর কাদের জায়গা হবে তা এখনো জানা যায়নি। এর মাঝেই গ্র্যান্ড ফিনালের শুটিংও সারা হয়ে গেল।

Saregamapa winners names revealed even before telecast

বিজয়ীদের নাম এল প্রকাশ্যে: সেরা ৫ জনকে নিয়ে হবে গ্র্যান্ড ফিনালে, এ আগে থেকেই জানা গিয়েছিল। সেই সঙ্গে জানা যায়, এবারের সিজনে হবে যুগ্ম বিজয়ী। এবার বিজেতাদের নাম ফাঁস করে দিলেন সঙ্গীতশিল্পী তথা সারেগামাপার (Saregamapa) প্রাক্তন বিজয়ী সৌম্য চক্রবর্তী। গ্র্যান্ড ফিনালের শুটিং নিতেই বিজয়ীদের নাম সামনে আনলেন তিনি।

আরো পড়ুন : পর্দায় চুটিয়ে প্রেম ‘রূপা’র, বাস্তবে মনের মানুষ কে সাইনার? মায়ের সামনে অকপট অভিষেক-কন্যা

কী লিখলেন সৌম্য: সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সৌম্য লেখেন, ‘সঠিক বিচার’। সেই সঙ্গে দুই বিজয়ীর নাম উল্লেখ করে তাঁদের শুভেচ্ছাও জানান তিনি। কিন্তু সৌম্যর এই কাণ্ডে বেশ বিরক্ত হয়েছেন নেটিজেনদের একাংশ। প্রতিযোগিতার (Saregamapa) আসল মজাটাই নষ্ট করে দিয়েছেন তিনি, উঠেছে এমনি অভিযোগ। তবে পোস্ট করার পরপরই তা সোশ্যাল মিডিয়া থেকে মুছে দেন তিনি।

আরো পড়ুন : দর্শক ফেরাতে চ্যানেলের “ট্রাম্প কার্ড”, জলসার সিরিয়ালে এন্ট্রি নিলেন নতুন নায়িকা!

প্রসঙ্গত, এবারের সিজন বেশ জমজমাট ছিল সারেগামাপার। জি বাংলার এই নন ফিকশন শোতে উঠে এসেছে একাধিক প্রতিভা। অতনু, অনীক, সৃজিতা, ঐশীদের মতো খুদে প্রতিযোগীরা যেমন চমকে দিচ্ছে তাদের গায়কী দিয়ে, তেমনি মুগ্ধ করছে সাঁই, আরাত্রিকা, আরিয়ান, দিবাকররাও। মনে করা হচ্ছে, ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুতেই হতে পারে গ্র্যান্ড ফিনালে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর