বাংলা হান্ট ডেস্কঃ গত বছরের আগস্ট মাস থেকে শিরোনামে রয়েছে আরজি কর (RG Kar Case) হাসপাতাল। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর প্রকাশ্যে এসেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) জমানায় হাসপাতালে হওয়া নানান দুর্নীতির অভিযোগ। ধর্ষণ খুন এবং আর্থিক দুর্নীতি, দুই মামলাতেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন সন্দীপ। বর্তমানে জেলের চার দেওয়ালের মধ্যে দিন কাটছে তাঁর।
ধর্ষণ খুন মামলায় জামিন পেলেও আর্থিক দুর্নীতি মামলায় জেলবন্দি সন্দীপ (RG Kar Case)
আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় গত ২৮ জানুয়ারি চার্জ গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ৭ দিনের মধ্যে চার্জ গঠনের নির্দেশ দেন বিচারপতি। এরপর সেই সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন সন্দীপ সহ এই মামলার বাকি অভিযুক্তরা। তবে সিঙ্গেল বেঞ্চে তাঁদের সেই আবেদন গ্রাহ্য হয়নি। এবার তাই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন তাঁরা।
জানা যাচ্ছে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে গিয়েছেন সন্দীপ সহ আরজি কর (RG Kar Case) আর্থিক দুর্নীতি মামলার বাকি অভিযুক্তরা। বৃহস্পতিবার তাঁদের সেই আবেদনের শুনানি হতে পারে বলে খবর।
আরও পড়ুনঃ বিরক্ত বিচারপতি! রান্নাঘর দখল নিয়ে বউমার বিরুদ্ধে মামলা শাশুড়ির! বড় নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যাকাণ্ডের পরেই প্রকাশ্যে আসে সন্দীপের আমলে হাসপাতালে হওয়া ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ। এই মামলার তদন্তভার পায় সিবিআই (CBI)। এরপর চিকিৎসক ধর্ষণ খুন এবং আর্থিক দুর্নীতি, দুই মামলাতেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সন্দীপ ছাড়াও এই মামলায় বিপ্লব সিংহ, সুমন হাজরা, আফসার আলি এবং আশিস পাণ্ডেকে গ্রেফতার করেছে সিবিআই। আরজি কর আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠন প্রক্রিয়া গতি কমানোর আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। সন্দীপদের বক্তব্য ছিল, এই মামলায় তদন্তকারী সংস্থার দেওয়া হাজার হাজার পাতার চার্জশিট পড়তে সময় লাগবে। সেই কারণে একটু সময় চেয়েছিলেন তাঁরা।
আরজি কর (RG Kar Case) আর্থিক দুর্নীতি মামলার অভিযুক্তদের সেই আবেদন গ্রাহ্য করেনি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এবার তাই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন তাঁরা। এই মামলার শুনানিতে কী হয় এবার সেটাই দেখার।