বাংলাহান্ট ডেস্ক : বিনোদুনিয়ায় (Serial) সম্পর্কের ভাঙাগড়া লেগেই থাকে। কয়েক মাসের সম্পর্ক থেকে দীর্ঘ দিনের দাম্পত্যও ভাঙতে দেখা গিয়েছে তাসের ঘরের মতো। যাঁদের জুটিকে নিদর্শন হিসেবে ধরা হয়, দুদিন পরে তাঁরাই আবার ডিভোর্সের ঘোষণা করে চমকে দেন সকলকে। ছোটপর্দা (Serial) থেকে বড়পর্দা, বিষয়টা কোনো ক্ষেত্রেই আলাদা নয়।
ফের বিচ্ছেদের পথে জনপ্রিয় টেলি (Serial) দম্পতি
ছোটপর্দাতেই (Serial) বেশ কয়েকজন দম্পতি রয়েছেন যাঁরা দীর্ঘদিন কাটিয়ে ফেলেছেন একসঙ্গে। আবার নতুন নতুন বিবাহিত সম্পর্কেও জড়াচ্ছেন অনেকে। এই মুহূর্তে টেলিপাড়ায় কান পাতলেও কোনো না কোনো জুটির বিচ্ছেদের গুঞ্জন শোনা যাবে। এবার তালিকায় জুড়ল আরো একটি জুটি। দীর্ঘ ২২ বছরের দাম্পত্য জীবন ভেঙে নাকি আলাদা হয়ে যাচ্ছেন তাঁরা।
দীর্ঘদিন রয়েছেন একসঙ্গে: টেলিভিশনের (Serial) অতি জনপ্রিয় জুটি সম্রাট এবং ময়না মুখোপাধ্যায়। বাস্তব জীবনে স্বামী স্ত্রী তাঁরা। দেখতে দেখতে ২২ বছর কাটিয়ে ফেলেছেন দাম্পত্য জীবনের। সম্প্রতি বিবাহবার্ষিকীও পালন করেছেন দুজনে। তারপরেই হঠাৎ বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দিয়ে ওঠায় হতভম্ব আমজনতা। এই গুঞ্জনের শুরু সরস্বতী পুজোর দিন থেকে। সম্রাট ময়নার কিছু মন্তব্যেই শুরু হয় কানাঘুষো।
আরো পড়ুন : ইতিহাস গড়ল TRP টপার মেগার প্রোডাকশন হাউজ! প্রোমোতেই ভাইরাল জলসার ‘ছকভাঙা’ সিরিয়াল
এমন গুঞ্জন কেন হঠাৎ: আসলে প্রতি বছর নিজের অভিনয় শিক্ষাকেন্দ্রে সরস্বতী পুজোর আয়োজন করেন সম্রাট। সেখানে পুজোর আয়োজনে দেখা মেলে ময়নার। কিন্তু এবারে তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে অভিনেতা জানান, তাঁর স্ত্রী অসুস্থ। অথচ তার পরপরই সোশ্যাল মিডিয়ায় ময়না (Serial) একটি পোস্টে লেখেন, ‘তোমরা অনেকেই হঠাৎ জিজ্ঞাসা করছ আমি কেমন আছি। ঠিক বুঝলাম না কেন। আমি ভালো আছি, ছিলাম আর থাকব’। এরপরেই প্রশ্ন ওঠে, তবে কি সম্রাট মিথ্যে কথা বলেছিলেন? তাঁদের মধ্যে সম্পর্কের পরিস্থিতি নিয়েও ওঠে প্রশ্ন।
আরো পড়ুন : একের পর এক বিপর্যয়! ফের ভয়াবহ অগ্নিকাণ্ড মহাকুম্ভে
তবে গুঞ্জন তীব্র হতেই ফের মুখ খোলেন ময়না। জানান, খুব গুরুতর অসুস্থ হননি তিনি। সম্রাটের মন্তব্যের পরেই সকলে জিজ্ঞাসা করছিলেন, তাই অমন লিখেছিলেন। তবে এর থেকে ডিভোর্সের গুঞ্জন শুরু হওয়ায় আফসোস করতেও দেখা যায় তাঁকে। অন্যদিকে এমন গুঞ্জনে রীতিমতো বিরক্ত সম্রাট। কটাক্ষ শানিয়ে তিনি বলেন, মানুষ ২২ দিনও একসঙ্গে থাকতে পারে না। সেখানে তাঁরা ২২ বছর আছেন! যা কিছু একটা বলে দিলেই হল না। তাঁরা ভালো আছেন।