বঙ্গে শীতের কামব্যাক নিয়ে, অক্ষরে অক্ষরে মিলল পূর্বাভাস! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

বাংলা হান্ট ডেস্কঃ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ শেষ হতেই আবার ফিরল শীতের আমেজ। উত্তর থেকে দক্ষিণ গোটা বাংলা জুড়ে (South Bengal Weather) আবার শুরু হয়েছে উত্তুরে হওয়ার দাপট। আবহাওয়া দপ্তরের পূর্বভাসকে সত্যি করে এক ধাক্কায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমল কলকাতার তাপমাত্রা। সপ্তাহের শেষেই আবার শীতের আমেজ ফিরলো রাজ্যে। বিদায় বেলায় আরও একবার শুরু হয়েছে শীতের নতুন ইনিংস। কিন্তু কতদিন থাকবে এই শীতের আমেজ? এবার সেই দিনক্ষণ জানিয়ে দিল হাওয়া অফিস।

কেমন থাকবে আগামীকালের আবহাওয়া (South Bengal Weather)?

সরস্বতী পুজোটাও এবছর কেটেছে ভ্যাপসা গরমে। কোথাও কোথাও এখন থেকেই ফ্যান চালাচ্ছেন অনেকে। যদিও হাওয়া অফিসের তরফে আগেই জানানো হয়েছিল সরস্বতী পুজো মিটতেই আবার পারা পতন হবে বঙ্গে। সেই পূর্বাভাসকে সত্যি করে কুয়াশার চাদর মুড়ি দিয়ে আবার শুরু হয়েছে শীতের ব্যাটিং।

শুক্রবার সকাল থেকেই কুয়াশায় মুড়েছিল দক্ষিণবঙ্গের (South Bengal Weather) ৬ জেলা। একইসঙ্গে কুয়াশার দাপট চলেছে উত্তরবঙ্গের ৪ জেলায়। এছাড়া খুব সকালের দিকে হালকা কুয়াশা ছিল বাকি জেলা গুলোতেও। তারপর থেকে অবশ্য সূর্যদেবের উঁকি ঝুঁকিতে পরিষ্কার ঝলমলে আকাশের দেখা মিলেছে। তবে কুয়াশা থাকলেও আপাতত শুষ্ক আবহাওয়াই থাকছে বাংলায়।

জানা যাচ্ছে আগামীকাল শনিবার আরও খানিক কমবে তাপমাত্রা। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সপ্তাহের শেষে জাঁকিয়ে শীত পড়লেও তা হবে ক্ষণস্থায়ী। নতুন সপ্তাহের শেষের দিকেই বাংলা (South Bengal Weather) থেকে পুরোপুরি গায়েব হতে পারে শীতের আমেজ। তাই আপাতত চলতি মরশুমে শেষবারের মতো শীতের আমেজ চুটিয়ে উপভোগ  করতে ব্যস্ত শীত প্রেমীরা।

আরও পড়ুন: একধাক্কায় কমল ৫ ডিগ্রি! বাংলায় আর কতদিন থাকবে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

আগামীকাল ৮ ফেব্রুয়ারি আবার ঢুকছে এটি পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী ২৪ ঘন্টায় কুয়াশার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, এবং মুর্শিদাবাদ জেলায়। এছাড়াও খুব সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা থাকতে পারে বাকি জেলাগুলিতে।

South Bengal Weather

কনকনে শীতের মধ্যেই কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের চার জেলাতে। আগামী ২৪ ঘণ্টায় কুয়াশার চাদরে মুড়বে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর। বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি। তবে পাহাড়েও আপাতত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর