শুরুর আগেই বিরাট সিদ্ধান্ত চ্যানেলের, আমূল বদলে গেল জি এর আসন্ন মেগা!

বাংলাহান্ট ডেস্ক : নতুন মাস পড়তে না পড়তেই একগুচ্ছ চমক নিয়ে হাজির বিভিন্ন চ্যানেলগুলি। বেশ কয়েকটি নতুন মেগা শুরুর অপেক্ষায় দিন গুনছে। আগে ঘোষণা হওয়া সিরিয়ালগুলির (Serial) প্রোমো সামনে আসছে এখন। আবার কোনো কোনো ধারাবাহিকের (Serial) প্রোমো প্রকাশ্যে আসলেও সম্প্রচারের সময় তারিখ এখনো জানা যায়নি।

প্রকাশ্যে নতুন সিরিয়ালের (Serial) প্রোমো

জি বাংলা, স্টার জলসা থেকে সান বাংলা সহ একাধিক চ্যানেলে একগুচ্ছ নতুন ধারাবাহিক (Serial) আসতে চলেছে। আগামী কিছুদিনের মধ্যেই কিছু সিরিয়াল শুরু হয়ে যাবে। অন্যদিকে অন্যান্য আসন্ন সিরিয়ালগুলির প্রোমোর অপেক্ষায় রয়েছেন দর্শকরা। এবার সামনে এল এমনি একটি বহু প্রতীক্ষিত সিরিয়ালের (Serial) প্রোমো। আর তা দেখেই কার্যত হতভম্ব দর্শকরা।

 

This zee bangla serial changed before starting

এল বিরাট চমক: জি বাংলায় একসঙ্গে একাধিক সিরিয়াল (Serial) শুরু হওয়ার কথা রয়েছে। দিতিপ্রিয়া রায় এবং জিতু কামাল প্রথম বার জুটি বেঁধে ফিরতে চলেছেন মেগায়। ‘তোমাকে ভালোবেসে’ নামে সিরিয়ালটির (Serial) প্রথম ঝলক বেশ কিছুদিন আগে সামনে এসেছিল। কিন্তু তখন নায়ককে দেখানো হয়নি। অবশেষে প্রকাশ্যে এল দ্বিতীয় প্রোমো, যেখানে জুটিতে ধরা দিলেন জিতু দিতিপ্রিয়া। তবে সেই সঙ্গে মিলল আরেকটি বিরাট চমক।

আরো পড়ুন : “এত বাজে…”, মানতেই পারছেন না নায়িকাকে, দর্শকদের দাবিতে বড় সিদ্ধান্ত এই সিরিয়ালে!

বদলে গেল ধারাবাহিক: আগের প্রোমোর (Serial) রেশ ধরেই এই প্রোমোতে হেলিকপ্টার থেকে নামতে দেখা যায় নায়ক জিতুকে। তিনি জানান, দিতিপ্রিয়া বেড়াতে যেতে চায় বলেই এনেছেন। এর পরেই দিতিপ্রিয়ার স্বপ্ন পূরণ করতে বরফে ঢাকা পাহাড়ে নিয়ে যান জিতু। সেখানে বরফ নিয়ে আনন্দে মেতে উঠতে দেখা যায়। একসময় জিতুকে বয়স নিয়ে খোঁচাও দেন দিতিপ্রিয়া। তবে নায়িকা হঠাৎ পা হড়কে গেলে নায়কই বাঁচান তাঁকে। তিনি বলেন, ‘বয়স মানুষকে সাবধানী হতে শেখায়’। দিতিপ্রিয়াকে পরে বলতে শোনা যায়, তাঁরা সাত জন্মের বন্ধনে বাঁধা।

আরো পড়ুন : TRP টানতে নায়কেই ভরসা, পাঁচ মাসেই নতুন হিরোর এন্ট্রি এই সিরিয়ালে

প্রোমো থেকেই আভাস পাওয়া গিয়েছে, অসমবয়সী প্রেমের গল্প হতে চলেছে এটি। তবে আগেই শোনা গিয়েছিল, নাম বদলে যেতে পারে সিরিয়ালের (Serial)। সেটাই হল শেষমেষ। ‘তোমাকে ভালোবেসে’র বদলে সিরিয়ালের নাম হল ‘চিরদিনই তুমি যে আমার’। তবে কোন স্লটে আসবে এই সিরিয়াল তা এখনো জানা যায়নি।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর