বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Railways) বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক হিসেবে বিবেচিত হয়। প্রতিদিনই দেশের লক্ষ লক্ষ যাত্রী ট্রেনে চেপেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। শুধু তাই নয়, সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রমশো বৃদ্ধি পাচ্ছে রেলের যাত্রী সংখ্যাও। তবে, এবার যাত্রীদের জন্য একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী কয়েক দিনে বেশ কয়েকটি রুটে কিছু ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফে।
একাধিক ট্রেন (Indian Railways) বাতিল:
এমতাবস্থায়, আপনি যদি নিয়মিতভাবে দূরপাল্লার ট্রেনে (Indian Railways) যাতায়াত করে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। আসলে, সংস্কারের কাজে প্রায়শই রেলকে ট্রেন বাতিলের পদক্ষেপ গ্রহণ করতে হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কিছু রুটে নতুন রেললাইন সংযোজনের কারণে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। বর্ধমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
কোন কোন ট্রেন বাতিল হয়েছে:
* ট্রেন নম্বর ১২৩৫৫ অর্চনা এক্সপ্রেস ৮, ১১, ১৫, ১৮, ২২, ২৪ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
* ট্রেন নম্বর ১২৩৫৬ অর্চনা এক্সপ্রেস (Indian Railways) ৫,৯,১২,১৬,১৯,২৩,২৫ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
* ট্রেন নম্বর ২২৩১৭ শিয়ালদহ-জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস আগামী ২৫ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
* ট্রেন নম্বর ২২৩১৮ জম্মু তাওয়াই শিয়ালদহ হামসফর এক্সপ্রেস আগামী ২৬ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
* ট্রেন নম্বর ১৫৬৫৫ কামাখ্যা-মাতা বৈষ্ণো দেবী কাটরা এক্সপ্রেস ৯, ১৬, ২৩ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে
* ট্রেন নম্বর ১৫৬৫৬ মাতা বৈষ্ণো দেবী কাটরা-কামাখ্যা এক্সপ্রেস ৫,১২, ১৯, ২৬ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
*ট্রেন নম্বর ১২৪৬৯ কানপুর-জম্মু এক্সপ্রেস ৫, ৭, ১২, ১৪, ১৯, ২১, ২৬, ২৮ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
* ট্রেন নম্বর ১২৪৭০ জম্মু-কানপুর এক্সপ্রেস ৬, ১১, ১৩, ১৮, ২০, ২৫, ২৭nফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: এক ম্যাচে একাই ১১ টি গোল! ফুটবল দুনিয়াকে চমকে দিল মেসি-পুত্র
* ট্রেন নম্বর ১২৪৯১ বারাউনি-জম্মু মোরধ্বজ এক্সপ্রেস ৯, ১৬, ২৩ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
* ট্রেন নম্বর ১২৪৯২ জম্মু-বারউনি মোরধ্বজ এক্সপ্রেস (Indian Railways) ৭, ১৪, ২১, ২৮ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
* ট্রেন নম্বর ১৮০৩৫/১৮০৩৬ খড়গপুর-হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
* ট্রেন নং ১৮৬০২/১৮৬০১ হাতিয়া-টাটানগর-হাতিয়া এক্সপ্রেস ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
আরও পড়ুন: দিল্লিতে পদ্ম-ঝড়! এই ৭ কারণেই বিজেপির কাছে ধরাশায়ী কেজরিওয়ালের আপ
* ট্রেন নম্বর ১৮১১৩/১৮১১৪, বিলাসপুর-টাটানগর এক্সপ্রেস ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
* ট্রেন নম্বর ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম এক্সপ্রেস ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
* ট্রেন নম্বর ১৪৬১১ গাজীপুর-বৈষ্ণো দেবী কাটরা এক্সপ্রেস ৭, ১৪, ২১, ২৮ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
* ট্রেন নম্বর ১৪৬১২ বৈষ্ণো দেবী কাটরা-গাজিপুর এক্সপ্রেস ৬, ১৩, ২০ এবং ২৭ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।