সর্বনাশ! বাংলাদেশের এই একটা ভুলেই রেগে লাল চিন, মহাবিপদে ইউনূস

বাংলাহান্ট ডেস্ক : আচমকাই বাংলাদেশের (Bangladesh) উপরে রেগে ফায়ার চিন। তাদের দেশের দুটি অঞ্চলকে ভারতের দুটি অঞ্চল হিসেবে দেখানো হয়েছে বাংলাদেশের পাঠ্যবইয়ে থাকা এশিয়ার মানচিত্রে। এমনকি বাংলাদেশ (Bangladesh) জরিপ অধিদফতরের ওয়েবসাইটেও এই একই মানচিত্র রয়েছে বলে দাবি চিনের। সব মিলিয়ে বাংলাদেশের (Bangladesh) উপরে বেশ খাপ্পা হয়ে রয়েছে চিন।

বাংলাদেশের (Bangladesh) উপরে কেন রাগল চিন

কী ঘটেছে বিষয়টা? চিনের দাবি, বাংলাদেশের (Bangladesh) পাঠ্যবইয়ে ভুল মানচিত্র শেখানো হচ্ছে। সেখানে নাকি চিনের জ্যাংনানের অংশকে ভারতের অরুণাচল প্রদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। অন্যদিকে জিংজিয়াং প্রদেশের আকসাই চিন অঞ্চলটিকে ভারতের জম্মু ও কাশ্মীরের অংশ হিসেবে দেখানো হয়েছে মানচিত্রে। এদিকে চিনের দাবি, ওই দুটি অঞ্চল বহু বছর ধরেই তাদের অংশ।

China is angry over Bangladesh for this reason

কী দাবি চিনের: জি ২৪ ঘন্টা সূত্রে খবর, বাংলাদেশের (Bangladesh) ইবতেদায়ী মাদ্রাসা, স্কুলের চতুর্থ শ্রেণির সসামাজিক বিজ্ঞান বইতে এই ভুল মানচিত্র শেখানো হচ্ছে। এমনকি বাংলাদেশের জরিপ অধিদফতরের ওয়েবসাইটেও রয়েছে একই ‘ভুল’ মানচিত্র। এ নিয়ে গত বছরের নভেম্বর মাসেই বাংলাদেশকে (Bangladesh) আনুষ্ঠানিক বার্তা দেয় চিন। শুধু তাই নয়, বাংলাদেশের নবম শ্রেণির পাঠ্যবইয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়ে হংকং এবং তাইওয়ানের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত বিষয়ে তথ্যেও আপত্তি প্রকাশ করেছে জিনপিংয়ের দেশ। বাংলাদেশ (Bangladesh) সরকারকে পাঠানো চিঠিতে চিনের দাবি, হংকং এবং তাইওয়ান চিনেরই অংশ।

আরো পড়ুন : একী কাণ্ড! বঙ্গবন্ধুর বাড়িতে “গোপন” বেসমেন্ট, কি বেরোলো সেখানে থেকে? চক্ষু চড়কগাছ সকলের

কী জানাল বাংলাদেশ: চিনের থেকে চিঠি পেয়েই দেশের শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের (Bangladesh) পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু এনসিটিবির তরফে জানানো হয়েছে, এখন আর ভুল সংশোধন করা যাবে না। কারণ এবারের মতো সমস্ত নতুন বই ছাপানোর প্রক্রিয়া শেষ। পাশাপাশি হঠাৎ করেই এমন বিষয় সংশোধন আদৌ করা যায় কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন।

আরো পড়ুন : বিয়ে পর্বে বেড়েছে TRP, এবার জোড়া ভিলেনের চমক দিয়ে “বেঙ্গল টপার” এর দৌড়ে ‘কথা’!

জানা গিয়েছে, নতুন বই ছাপানো হয়ে গিয়েছে, এই বিষয়টি চিনকে জানিয়ে নতুন করে চাপ না দেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ। তবে পরবর্তীতে সমস্যার সুরাহা করার আশ্বাসও নাকি বেজিংকে দেওয়া হয়েছে ঢাকার তরফে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর