বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে সরকার গঠন করার পর কলকাতাকে (Kolkata) ‘লন্ডন’ বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায়। তারপর মাঝে কেটে গিয়েছে অনেকগুলো বছর। তবে কলকাতা লন্ডন না হলেও এবার ন্ডনের আদলেই সেজে উঠতে চলেছে শহর কলকাতার রাজপথের বিভিন্ন বাসস্টপেজ। জানা যাচ্ছে, বাস ধরার জন্য অপেক্ষারত যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এবার লাগানো হবে এলইডি ইনফরমেশন বোর্ড। যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা।
কলকাতা (Kolkata) রাজপথে বিভিন্ন বাস স্টপেজে ঝুলবে এলইডি বোর্ড
কলকাতা (Kolkata) পুরসভায় সোমবার বিকালে এই বিষয়েই রাজ্যের পরিবহন দফতর, এবং রাজ্য পুলিশের সাথে বৈঠকে বসেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা শহরে বাস পরিবহন ব্যবস্থা আরও উন্নত করার লক্ষ্যেই এই বৈঠক করা হয়েছে। বৈঠকে জানানো হয়েছে, যাত্রীদের অত্যাধুনিক পরিষেবা দিতেই ভোল বদলাবে কলকাতার বাস স্টপেজগুলিরও!
জানা যাচ্ছে, যাত্রীদের সাচ্ছন্দ্য এবং পরিবহনের তথ্যের জন্য যাত্রী প্রতীক্ষালয়ে বসানো হবে এলইডি ডিসপ্লে বোর্ড। এরফলে আগামীদিনে আমূল বদলে যাবে কলকাতা (Kolkata) পুরসভা এলাকার সমস্ত যাত্রী প্রতীক্ষালয়ের খোলনলচে। একেবারে নতুন রূপে সেজে উঠতে চলেছে তিলোত্তমার সমস্ত বাস যাত্রী প্রতীক্ষালয়। একইসাথে বাড়বে শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতীক্ষালয়ের সংখ্যাও।
আজকের বৈঠকে পুর ও নগরন্নোয়ন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, যাত্রী প্রতীক্ষালয়ের রক্ষণাবেক্ষণ দায়িত্বে থাকবে পুরসভা এবং নজরদারি করবে কলকাতা পুলিশ। নতুন পরিষেবা চালু হওয়ার পর এবার রিয়েল টাইম পরিবহন তথ্য মিলবে বাস স্টপেজে। জানা যাচ্ছে, যাত্রী স্বার্থে নতুন অ্যাপ চালু করবে রাজ্য পরিবহন দপ্তর।
আরও পড়ুন: বাংলার মুকুটে নতুন পালক! গুজরাতের ‘আমুল’ গড়ছে বিশ্বের সর্ববৃহৎ দই উৎপাদন কেন্দ্র
আজকের এই বৈঠক থেকে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘একটা অ্যাপ তৈরি হবে। কলকাতা (Kolkata) পৌরসভার আইটি বিভাগ এই অ্যাপ তৈরি করছে।মোট ১২ টা রুটের, বাস রাস ড্রাইভিং করছে কি না তা দেখার জন্য। বাস স্ট্যান্ডে ডিসপ্লে হবে কোন বাস কখন যাবে। বাস স্ট্যান্ডকে সৌন্দর্য্যায়ন করারও কাজ করবে। মোট ১২ টা রুটে ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী দু’একমাসের মধ্যে এই অ্যাপ তৈরি কাজ শুরু করা হবে। বাসের চালকদের যাতে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য বাস গুলিকে জিপিএস-এর সাথে যুক্ত করা হবে। শুধু তাই নয়, রোদ,ঝড় জল বৃষ্টিতেও যাতে বাস স্ট্যান্ডে বাস ভালো ভাবে দাঁড়াতে পারে তার জন্য বাস স্ট্যান্ডকে মডার্ন করা হবে।
প্রাথমিকভাবে কলকাতা বিধান নগর এবং হাওড়া কর্পোরেশান এলাকায় পরীক্ষামূলক ভাবে চালু হবে এই রিয়েল টাইম ডিসপ্লে বোর্ড। এয়ারপোর্ট ভিত্তিক রুটে পরীক্ষামূলকভাবে চালু হবে এই ডিসপ্লে বোর্ড। এয়ারপোর্ট ভিত্তিক সরকারি ও বেসরকারি বাস রুটে তথ্য মিলবে প্রতিটি স্টপেজে। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন পথদিশার থেকেও নাকি উন্নততর হবে এই অ্যাপ। জানা যাচ্ছে কলকাতায় প্রথম এই ডিজিটাল ডিসপ্লে বোর্ড চালু হচ্ছে। আপাতত ১০ টি বেসরকারি বাস এবং ১০ টি সরকারি বাস নিয়ে পাইলট প্রজেক্ট তৈরী হচ্ছে।
আজকের বৈঠক থেকে স্নেহাশীষ চক্রবর্তী বলেছেন, ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ চালু হওয়ার পর দুর্ঘটনা অনেক কমেছে। দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা একটা অ্যাপ তৈরি করা হবে। এই অ্যাপ ড্রাইভারদের গতিপ্রক্তি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। দু-তিন বার বলার পর ড্রাইভার যদি নিয়ম না মানে তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে। প্রথমে এই অ্যাপ পরীক্ষামূলক ভাবে শুরু করা হবে।’