বাংলা হান্ট ডেস্কঃ আজ পেশ হতে চলেছে রাজ্য (West Bengal Government) বাজেট। ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে মমতা সরকারের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট (State Budget 2025-26)। যার দিকে নজর রয়েছে সকলের। নজর রয়েছে সরকারি কর্মীদেরও। এরই মধ্যে গতকাল সরকারি কর্মীদের সুখবর দিয়েছেন মমতা। বাড়ানো হয়েছে ছুটি।
শবেবরাতের জন্য প্রাথমিকভাবে ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে জানা যায় যে শবেবরাত পড়েছে ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার। তাই এই পরিস্থিতিতে শবেবরাতের জন্য বৃহস্পতিবার ছুটি দেওয়া হয়। এই বিষয়ে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের অর্থ দফতর। একইসাথে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মবার্ষিকীর জন্য তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবারও ছুটি থাকবে রাজ্য সরকারের কর্মীদের।
অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্য সরকারি অফিস, কর্পোরেশন, শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন অফিসেও ছুটি থাকবে বলে জানানো হয়েছে। এদিকে তারপর দিনই শনিবার। অর্থাৎ পরপর চারদিন ছুটির সুযোগ। এই বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ‘ধর্মঘটে কর্মসংস্কৃতি নষ্ট হয়। কিন্তু সাত দিনের সপ্তাহে পরপর চারদিন সরকারি দফতরগুলি বন্ধ থাকলে কর্মসংস্কৃতি নষ্ট হয় না?’
মলয়বাবুর দাবি, রাজ্য সরকারের তরফে বারবার বলা হয় যে এখানে ধর্মঘট হয় না। তারপর পরপর ছুটি দেওয়া হল কেন? রাজ্য সরকারি কর্মচারীদের অপর সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা চন্দন গড়াই বলেন, ‘আমাদের অতিরিক্ত ছুটির দরকার নেই। প্রাপ্য (মহার্ঘ ভাতা) দিন, বকেয়া ডিএ মিটিয়ে দিন। স্কুল-অফিসগুলিতে লাখ-লাখ শূন্যপদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করুন।’
আরও পড়ুন: ফের দক্ষিণবঙ্গে ফিরবে শীত! এরই মাঝে ঝমঝমিয়ে বৃষ্টি এসব জেলায়: আবহাওয়ার খবর
তিনি যোগ করেন, ‘ছুটির ক্ষেত্রে কি কর্মসংস্কৃতি নষ্ট হচ্ছে না? যেটা নিয়ে রাজ্য সরকার বারবার বলে থাকে। এমন সময় পরপর দু’দিন ছুটি ঘোষণা করা হল যখন বুধবারই রাজ্য বাজেট পেশ করা হবে। এবারের বাজেটেও রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় ঘোষণা করা হবে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে। এবারেও বৃদ্ধি নিয়ে কোনও ঘোষণা করা হবে বলে আশায় বুক বেঁধেছে রাজ্য সরকারি কর্মচারীরা।